Logo
Logo
×

নগরের বাইরে

ওয়েল্ডিং করার সময় ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পিএম

ওয়েল্ডিং করার সময় ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু
Swapno

 

রূপগঞ্জে নির্মাণাধীন এক ভবনে ওয়েল্ডিং করার সময় ওই ভবন থেকে পড়ে মো. আবুল হোসেন (২৪) নামের এক মিস্ত্রি মারা গেছেন। গতকাল সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে ভবন থেকে পড়ে যান আবুল হোসেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে মৃত ঘোষণা করেন।

 

আবুল হোসেনের সহকর্মী মো. কালাম জানান, সন্ধ্যায় রূপগঞ্জের রূপসী এলাকায় নির্মাণাধীন এক ভবনে ওয়েল্ডিং করার সময় উপর থেকে নিচে পড়ে যান আবুল হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত আবুল হোসেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ইন্দ্রপুর গ্রামের আবুল কালামের সন্তান। কর্মসূত্রে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসবাস করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন