Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে সুতা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১০:৪০ পিএম

রূপগঞ্জে সুতা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
Swapno

 

রূপগঞ্জে ফ্রেন্ডস নামে সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮ টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 


ব্যবসায়ী রিপন মিয়া জানান, তার উপজেলার যাত্রামুড়া এলাকায় ফ্রেন্ডস নামে একটি সুতার তৈরীর কারখানা রয়েছে। তার পাশে উজ্জল নামে এক ব্যাক্তির তুলার গোডাউন রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে হঠাৎ করেই উজ্জলের তুলার গোডাউনে আগুন লেগে যায়। পরে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে রিপন মিয়ার সুতা কারখানা ছড়িয়ে পড়ে।

 

 

এসময় কারখানায় থাকা ৩ টন সুতা ও মেশিনারিজসহ সকল যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাড়ে ৭ টার দিকে কাচঁপুর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ও ইউনূস পেপার মিলের ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট মিলে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে পুড়ে রিপন মিয়ার প্রায় ২৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
 

 


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফকরউদ্দিন আহমেদ বলেন, কাচঁপুর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিভিয়ে ফেলেছে। পরে আগুনে সূত্রপাত সম্পর্কে জানা যাবে।            এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন