Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় আগুনে পুড়ে আট দোকান ছাই

Icon

ফতুল্লা প্রতিনিধি :

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম

ফতুল্লায় আগুনে পুড়ে আট দোকান ছাই
Swapno

ফতুল্লায় আগুন লেগে আটটি দোকান আগুনে পুড়ে গেছে। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ফতুল্লার ভোলাইল মিষ্টির দোকান সংলগ্ন আট দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেশনের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।  পুড়ে যাওয়া আট দোকানের মধ্যে রয়েছে- কাঁচামাল, মুদি দোকান, চায়ের দোকান ও হোটেল।  তবে দোকানগুলোর প্রায় সব মালামাল পুড়ে গেছে।

 


স্থানীয় ব্যবসায়ী সাকিব হক বলেন, রাত ১ টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। আমরা স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।  

 



নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ফতুল্লা স্টেশনের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছ। আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন