Logo
Logo
×

নগরের বাইরে

ইউরোটেক্স গার্মেন্ট’র ঝুট দখলে নিতে বিএনপির তিন গ্রুপের সংঘর্ষ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

ইউরোটেক্স গার্মেন্ট’র ঝুট দখলে নিতে বিএনপির তিন গ্রুপের সংঘর্ষ

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিবু মার্কেট এলাকার রপ্তানীমূখী পোষাক কারখানা ইউরোটেক্স গার্মেন্টস এর ঝুট দখলে নিতে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিবু মার্কেট এলাকার রপ্তানীমূখী পোষাক কারখানা ইউরোটেক্স গার্মেন্টস এর ঝুট দখলে নিতে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের অন্তত ৬/৭ জন আহত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় শিক গার্মেন্টসের সামনে এঘটনা ঘটে।  আহতদের চিকিৎসার জন্য দ্রুত বিভিন্ন হাসপাতালে নেয়ায় তাৎক্ষনিক তাদের নাম জানা যায়নি। এদিকে তিন গ্রুপের মধ্যে রয়েছে, এক গ্রুপ যুবলীগ নেতা মিঠু তার ভাই আলম আরেক ভাই রাকিব, জাকারিয়া, আব্দুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি। আরেক গ্রুপ ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস.কে শাহিন, তার ভাই হারুণ, চটপটি নাছির, ছাত্রলীগ নেতা সোহেল, ইসমাইল, সাদ্দাম।



অন্যদিকে ৫ নং ওয়ার্ড বিএনপির কার্যকারী সদস্য মুজিবর ওরফে (রুটি মইজ্জা) , আনোয়ার হোসেন আনু, আবু তাহের, যুবলীগ নেতা ভুইট্টা দেলু, ভাগা জাহাঙ্গীর।



এতে ত্রিমুখী সংঘর্ষের আহতদের মধ্যে মুজিবুর গ্রুপের আনোয়ার হোসেন আনুর হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।বর্তমানে সে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টায় শিবুমার্কেট দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন শিক গার্মেন্টসের জুট দখলে নিতে একই এলাকার বিএনপি নেতা মিঠু গ্রুপ ও পূর্ব সস্তাপুর এলাকার স্থানীয় বিএনপি নেতা মজিবর গ্রুপ দেশীয় অস্ত্র হাতে শতাধিক কর্মী সমর্থক নিয়ে মুখোমুখি অবস্থান নেয় এবং একে অপরকে ধাওয়া দেয়।



এভাবে প্রায় দেড় ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে ছুরিকাঘাতে ও ইট পাটকেলের ঢিলে উভয় গ্রুপের ৬/৭ জন আহত হয়। এসময় গার্মেন্টস মালিক শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতংক দেখা দেয়। দ্রুত আশপাশের মার্কেট ও বাজারের ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দূরে সরে যায়। এরপর পুলিশ ও ডিবির একাধীক টিম এসে ধাওয়া করলে উভয় পক্ষের সন্ত্রাসীরা পালিয়ে যায়।



স্থানীয়রা জানায়, মিঠু এক সময় জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের অনুসারী ক্যাডার ছিলো। ৫ আগস্টের পর কিছুদিন আত্নগোপনে থাকার পর সাবেক সাংসদ গিয়াসের পুত্র রিফাতের হাত ধরে কৃষক দলে নাম লিখিয়ে এলাকায় ফিরে এসে চাঁদাবাজী, ঝুট সন্ত্রাস সহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পরে।



এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম যুগের চিন্তাকে জানান, উভয় গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন