
সোনারগাঁয়ে সরব চার প্রার্থী
সোনারগাঁয়ে বিএনপি জামায়াতের সাথে এবার নির্বাচনে প্রতিযোগীতায় দৌড়াচ্ছে নতুন দল এনসিপি। তবে সোনারগাঁয়ে বিএনপি নেতারা প্রভাব বিস্তার বিভেদ কোন্দলে জর্জরিত হয়ে নির্বাচনী মাঠ থেকে অনেকটা দূরে চলে গেলেও এদিকে নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী ড. ইকবাল হোসেন ভূইয়া ইতিমধ্যেই গণসংযোগ করে যাচ্ছেন। এছাড়া নতুন দল এনসিপি থেকে আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছেন তুহিন মাহমুদ।
সূত্র বলছে, সোনারগাঁয়ে বিএনপির রাজনীতিতে দুটি বলয়ে বিভক্ত হয়ে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করছে। এদিকে এই দুটি বলয় ছাড়া বিএনপি আরও গুটিকয়েক নেতা বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাবি করছেন। তবে বলয় দুটি হচ্ছে একটি হচ্ছে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান নেতৃত্বাধীন একটি বলয় অপর বলয় হচ্ছে সোনারগাঁয়ের সাবেক সাংসদ রেজাউল করিমের নেতৃত্বাধীন একটি বলয়। তবে এই দুটি বলয়ের চরম বিভেদ এখনো চলমান রয়েছে। যার কারণে সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মীরাই বিএনপির প্রতিপক্ষ হয়ে উঠেছে। তাছাড়া মুখে মুখে নির্বাচন নিয়ে সমালোচনা করে নিজেদের দায় এড়াচ্ছেন।
অথচ, নির্বাচনের মাঠ থেকে অনেকটা দূরে রয়েছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। তবে বিএনপির কোন্দালের জেরকে পুঁজি করে ফাঁকা মাঠে ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ইসলামি এডুকেশন সোসাইটির পরিচালক নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া। সোনারগাঁয়ে জামায়াতের প্রার্থী হিসেবে ইতিমধ্যেই গণসংযোগ এবং বিভিন্ন প্রচার শোডাউনে নিজের জনপ্রিয়তার জানান দিচ্ছেন। এদিকে নারায়ণগঞ্জ জেলায়ও সোনারগাঁয়ের জামায়াতের মনোনীত প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া একজন প্রভাবশালী প্রার্থী।
তবে সোনারগাঁয়ে বিএনপির আন্তঃকোন্দলে বিএনপির একের অধিক প্রার্থী নির্বাচনে অংশ নিলে বাজিমাত করতে পারেন ইকবাল হোসাইন ভূঁইয়া। অপরদিকে নতুন দল এনসিপির থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে ব্যাপক ভাবে সোনারগাঁয়ে এনসিপির ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সোনারগাঁয়ের বিভিন্ন অঞ্চলে মতবিনিময় করে যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ। নতুন দল হিসেবে সোনারগাঁ সহ পুরো জেলায় এনসিপি সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে পরিচিতি করতে সর্বত্র ভূমিকা রাখছে তুহিন। পাশাপাশি সোনারগাঁয়ে আগামী সাংসদ নির্বাচনে নিজের গ্রহণযোগ্যতা অর্জনের লক্ষ্যে নানাবিধ কার্যক্রমের মাধ্যমে নিজেকে মেলে ধরতে চাচ্ছেন তুহিন।