রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোর*ণ, দগ্ধ ৩

রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৫, ১২:০০ এএম

রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন কর্মী দগ্ধ হয়েছে বলে জানা গেছে।
রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া এলাকায় ১ মে বৃহস্পতিবার সকালে মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন কর্মী দগ্ধ হয়েছে বলে জানা গেছে।
রাতের নাইট ডিউটি শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজ শেষে চলে গেলে তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে এ বিস্ফরণের ঘটনা ঘটে। তাতে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং কারখানায় আগুন ধরে যায়। এ সময় কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে যায়। বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন। দগ্ধরা হলেন, সাইফুল ইসলাম (২৮), কবির মিয়া (৩৩) ও হান্নান মিয়া (৩০)।