Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ড্রেনে পড়ে ছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ মে ২০২৫, ১২:০০ এএম

ফতুল্লায় ড্রেনে পড়ে ছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ

ফতুল্লায় আনুমানিক ৪৮ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Swapno

ফতুল্লায় আনুমানিক ৪৮ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


আজ বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর হবে।

তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরো জানান, নিহতের পরনে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গতকাল বুধবার রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন