
টানা জলাবদ্ধতায় ক্ষোভে ফুঁসছে ফতুল্লাবাসী
নারায়ণগঞ্জের ফতুল্লা যেন এখন এক জলমগ্ন শহর। টানা দুই দিনের ভারী বর্ষণে পুরো এলাকা রূপ নিয়েছে দুর্যোগপীড়িত অঞ্চলে। গলির পর গলি পানিতে ডুবে গেছে বাজার, মসজিদ, স্কুল, বাসা-বাড়ি কোনো কিছুই রক্ষা পায়নি। হাঁটু পানি মাড়িয়ে প্রতিদিনের জীবনযাপন করছে হাজার হাজার মানুষ।
বিশেষ করে লালপুর, পোষা পুকুরপাড়, তাগারপার, পুলিশ লাইন, ইসদাইর, বুড়ির দোকান, সস্তাপুর, মাসদাইর, তক্কার মাঠ, কুতুবপুরসহ প্রায় পুরো ফতুল্লাই আজ কোমর সমান পানিতে নিমজ্জিত। অলি-গলির অবস্থা দেখে মনে হয় যেন ভয়াবহ বন্যা চলছে।
মসজিদের ভেতরে পানির ঢেউ, বাজারে মাছ আর মানুষের পা একসাথে সাঁতরে চলে। গণপরিবহন কার্যত অচল। কেউ ভ্যানে, কেউবা নৌকা নিয়ে বের হচ্ছেন কাজে। এ অবস্থার প্রতিবাদ জানিয়ে লালপুর ও আলামিন বাগ তাগারপাড়া এলাকার বাসিন্দারা সড়ক অবরোধ ও মানববন্ধন করেন। তাদের একটাই দাবি জলাবদ্ধতার স্থায়ী সমাধান।
স্থানীয় এক গৃহবধূ ফারজানা আক্তার চোখে পানি এনে বলেন, বাচ্চাগুলারে লইয়া একেবারে অসহায় হইয়া গেছি। ঘরে পানি, চুলায় আগুন দেওয়ারও অবস্থা নাই। রান্না করমু কী, খামু কী? কেউ দেখতেছে না। রিকশাচালক নূর ইসলাম বলেন, রাস্তা-পথে পানি থাইকা কেউ রিকশা চায় না। দুইদিন ধইরা কামে যাইতে পারি নাই।
ইসদাইর এলাকার কলেজছাত্রী রেশমা খাতুন বলেন, স্কুল-কলেজ খোলা, কিন্তু যাওয়ার উপায় নাই। এক হাতে বই, আরেক হাতে কাপড় তুলে হাঁটতেছি। কতবার যে পড়ে গেছি পানি-কাদায়!
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর একই দুর্ভোগ চললেও কোনো টেকসই ব্যবস্থা নেওয়া হয়নি। অপরিকল্পিত নগরায়ণ, জলাশয় ভরাট, খাল-নালা দখল এবং ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশাই এ সমস্যার মূল কারণ। স্থানীয় যুবক রফিক মিয়া বলেন, নেতারা আসে ভোট চাইতে, পরে আসে না। আসে পানি। আমরা শুধু দেখি আর ভুগি।
এ প্রসঙ্গে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাইনুদ্দিন বলেন, আকাশে মেঘ দেখলেই আমি অস্থির হয়ে পড়ি। বৃষ্টির মধ্যে ছুটে যাই পাম্পগুলো ঠিকঠাক চলছে কি না দেখতে। এখানে সামান্য বৃষ্টিতেই এলাকা ডুবে যায়, আর এখন তো দুই দিন টানা বৃষ্টি!
তিনি আরও জানান, ডিএনডি প্রকল্পের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডিআইটি মাঠে ১২টি শক্তিশালী পাম্প রয়েছে, কিন্তু সেগুলোর বেশিরভাগই অব্যবহৃত। যদি অন্তত ৪টি পাম্প আমাদের ব্যবহারের জন্য দিয়ে একটি সাব-স্টেশন করা যেত, তবে এতটা জলাবদ্ধতা হতো না। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।