Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা রাজুর নিজ অর্থায়নে লোহার ব্রিজ মেরামত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা রাজুর নিজ অর্থায়নে লোহার ব্রিজ মেরামত

সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা রাজুর নিজ অর্থায়নে লোহার ব্রিজ মেরামত

Swapno



সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ড নয়াআটি মুক্তিনগর বটতলার ভেঙ্গে যাওয়া লোহার ব্রিজ নিজ অর্থায়নে মেরামত করেছেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা সিফাতুর রহমান রাজু। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় জায়গায় ভেঙ্গে যাওয়ায় অনেক গাড়ি দুর্ঘটনার শিকার হন।


তার ফলে জনসাধারণ ও যানবাহন চলাচলে ঝুঁকি ও অসুবিধার সৃষ্টি হয়। যাকে ঘিরে জন সাধারণের কথা চিন্তা করে নিজ অর্থায়নে জনগণের ভোগান্তি দূর করতে সামাজিক দায়িত্ববোধ নিয়ে কাজ লোহার ব্রিজটির সংস্কার করেন সিফাতুর রহমান রাজু। তা ছাড়া ও বিভিন্ন সামাজিক কাজে সর্বদা এগিয়ে আসায় বর্তমানে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন যুবদল নেতা রাজু। 


এদিকে দীর্ঘদিন যাবৎ নয়াআটি এলাকার এই লোহার ব্রিজটি বিভিন্ন জায়গায় ভেঙ্গে থাকার কারণে বারবার দূর্ঘটনার শিকার হন পথচারীরা সেই দূর্ঘটনা থেকে এলাকাবাসীকে মুক্ত করতে পরবর্তীতে গত (১৭ আগষ্ট) দুর্ভোগের বিষয়টি সমাধানের জন্য নিজে উপস্থিত থেকে নিজ অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়ে ব্রিজটি সংস্কার করেন যুবদল নেতা রাজু। 


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা সিফাতুর রহমান রাজু বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের মুক্তিনগর বটতলার এই লোহার ব্রিজটি প্রায় ৬/৭ স্থানে বড় বড় ক্ষত থাকায় নিয়মিত একের পর এক দূর্ঘটনার হতে লক্ষ্য করা যায়। যাকে ঘিরে পথচারীদের কষ্ট লাঘবে আমি স্বেচ্ছাশ্রমে এই ব্রিজের সংস্কার করেছি। আমরা সর্বদা এলাকাভিত্তিক হোক আর এলাকার বাহিরে হোক এই ধরনের উদ্যোগ নিয়ে কাজ করতে অব্যাহত থাকবো। 



Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন