Logo
Logo
×

নগরের বাইরে

ইসদাইরে তিন ভাই মিলে কিশোরগ্যাং লিডার ইভনকে হত্যা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

ইসদাইরে তিন ভাই মিলে কিশোরগ্যাং লিডার ইভনকে হত্যা

ইসদাইরে তিন ভাই মিলে কিশোরগ্যাং লিডার ইভনকে হত্যা

Swapno

শহরের ইসদাইর এলাকায় আপন তিন ভাই ইভন নামের এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে ওসমানী মাঠের সামনে এ হত্যাকাণ্ড হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ইভনকে একা পেয়ে পরিকল্পিতভাবে তিন ভাই সাইফুল ওরফে পাগলা সাইফুল, সফিকুল ও বাবু ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যায়।


সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইভন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হত্যার কারণ নিয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও স্থানীয়রা বলছেন, পুরোনো বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একজন মারা গেছে। আমরা এখনো ঘটনাটি জানি না। খোঁজ নিয়ে জানাচ্ছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রসঙ্গত ২০১৩ সালের ২২ এপ্রিল বিকেলে ফতুল্লার ইসদাইর বাজার এলাকার ভ্যানচালক আনোয়ার মিয়ার ছেলে বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল গোল্ড কাপ টুর্নামেন্টের সেরা গোলকিপার রাসেলকে কুপিয়ে হত্যা আলোচনায় আসে ইভন। তারপর থেকে জন্ম দিতে থাকে একের এক অপরাধমূলক কর্মকান্ড। ইভন ইসদাইর বুড়ির দোকান, সুগন্ধা আবাসীক এলাকা সহ আশপাশ এলাকাজুড়ে বিশাল বাহিনী নিয়ে কায়ের করেছে ত্রাসের রাম-রাজত্ব।  জানা যায়, ইভনের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, ছিনতাই, চাদাঁবাজী, ইভটিজিং ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন