Logo
Logo
×

নগরের বাইরে

পঞ্চবটি মোড়ে তিতাসের গ্যাস লাইন বিস্ফোরণে অগ্নিকাণ্ড, যুবক দ্বগ্ধ

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

পঞ্চবটি মোড়ে তিতাসের গ্যাস লাইন  বিস্ফোরণে অগ্নিকাণ্ড, যুবক দ্বগ্ধ

পঞ্চবটি মোড়ে তিতাসের গ্যাস লাইন বিস্ফোরণে অগ্নিকাণ্ড, যুবক দ্বগ্ধ

Swapno

ফতুল্লার পঞ্চবটি মোড়ে তিতাস গ্যাসের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি দোকানের কিছু অংশ পুড়ে গেছে এবং আগুনে দগ্ধ হয়ে এক যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ যুবকের নাম শাওন (২২)। তিনি থাই অ্যালুমিনিয়ামের দোকানে চাকরি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ রাস্তার পাশের গ্যাস লাইন থেকে শোঁ-শোঁ শব্দে গ্যাস বের হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে বিকট শব্দে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। শাওন আগুন লাগার সময় নিজের দোকানে নামাজ পড়ছিলেন। হঠাৎ তার শরীরে আগুন ধরে যায়। তিনি বর্তমানে আহত অবস্থায় ঢাকা বার্ন ইউনিটে ভর্তি আছেন।


স্থানীয়রা জানান, পঞ্চবটি মোড়ের দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে গ্যাস লিকেজের সমস্যা ছিল।এলাকাবাসী একাধিকবার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আজ বিকেলে হঠাৎ লিকেজ হওয়া জায়গা থেকে গ্যাস বের হচ্ছিল, ঠিক সেই সময় পাশের ওয়েল্ডিংয়ের দোকান থেকে ওয়েল্ডিং করার সময় আগুনের ফুলকি আসলে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন আশপাশের দোকান ও রাস্তার পাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ফতুল্লা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ফতুল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম জানান, ‘তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি থাই অ্যালুমিনিয়ামের দোকান পুড়ে গেছে।]


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন