ছাত্রদল নেতার ‘হাত-পা ভেঙে দেওয়ার’ বিএনপি প্রার্থী আজাদের হুমকি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
ছাত্রদল নেতার ‘হাত-পা ভেঙে দেওয়ার’ বিএনপি প্রার্থী আজাদের হুমকি
আড়াইহাজারে এক ছাত্রদল নেতার ‘হাত-পা ভেঙে’ এলাকাছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে। ওই ছাত্রদল নেতার অভিযোগ, তিনি বিএনপিরই আরেক মনোনয়ন প্রত্যাশীর অনুসারী হয়ে ভোটের মাঠে কাজ করায় এমন হুমকি দেন ধানের শীষের প্রার্থী। যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এবং আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম আজাদ। তিনি আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী।
অন্যদিকে ছাত্রদল নেতা আবু হানিফ রাসেল ভূঁইয়ার বাড়ি উপজেলার পাঁচরুখী এলাকায়। তিনি নজরুল ইসলাম আজাদের প্রতিবেশীও। কিন্তু তিনি ওই আসনে অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী।
জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রাসেল ভূঁইয়া বলেন, শুক্রবার সন্ধ্যায় মোবাইলে ফোন করেন নজরুল ইসলাম আজাদ। সুমনের পক্ষে নির্বাচনি মাঠে কাজ করায় তাকে ‘হাত-পা ভেঙে ফেলার হুমকি’ দেন। সুমনের পক্ষে কাজ করলে তাকে এলাকায় আসতেও ‘বারণ করেন’।
তাদের এই কথোপকথনের তিন মিনিটের একটি অডিও ক্লিপ এরই মধ্যে ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। তবে স্বতন্ত্রভাবে সেটি যাচাই করতে পারেনি।
ওই কথোপকথনে নজরুল ইসলাম আজাদকে বলতে শোনা যায়, “তুমি আমার কথা রেকর্ড কইরা রাইখো। আমি তোমাকে বললাম, কালকে থেইকা তুমি হাইজাদীতে (আড়াইহাজারে সুমনের এলাকা) থাকবা অথবা ধানমন্ডিতে। যদি মনোনয়ন চেঞ্জ হয়ে যায়, তাহলে তো ভাই ফাইন, তারপরে পাচরুখীতে চলে আসবা। আর যদি চেঞ্জ না হয়, তাহলে আর তুমি কোনোদিন পাচরুখীতে আসবা না, তোমার কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসা-বাণিজ্য কিছু থাকবে না পাঁচরুখীতে।
“...আমার বাপ, চাচা, আমার পরিবার কেউ কোনো কিছু বললেও কোনো লাভ হবে না। আমি তোমাকে বললাম ফাইনালি, তুমি অনেক বড় বেয়াদব, তোমার অনেক বেয়াদবি আমি দেখছি। তোমার অনেক কিছু আমি জানি। তুমি তোমার ওস্তাদের (সুমন) সঙ্গে কথা বলো এবং আমি যেইটা বললাম সেইটা করো। নাইলে কিন্তু তোমার হাত-পা কিছু থাকবে না। আমি তো ডাইরেক্ট বললাম। কোনো ভায়া-মিডিয়া না, আমি তোমাকে মিন করেই বললাম।”
এ সময় ছাত্রদল নেতা রাসেল ‘আমি আপনার কোনো ক্ষতি করি নাই’ বললে তাকে আবারও হুমকি দেন নজরুল ইসলাম আজাদ।
তিনি রাসেলকে উদ্দেশ করে বলেন, “তুমি থাকবা না কালকে থেইকা। মনোনয়ন চেইঞ্জ হইলে তুমি আসবা, এর আগে আসবা না। নজরুল ইসলাম বাবুর (আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য) এজেন্ডা তোমরা বাস্তবায়ন করতেছো। এইটা আমি করতে দেব না।”
ছাত্রদল নেতা রাসেল তখন দাবি করেন, নজরুল ইসলাম বাবুর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা তার নেই। নজরুল ইসলাম এ পর্যায়ে মেজাজ হারান এবং ‘অশালীন ভাষায়’ গালাগালি করতে শোনা যায় অডিও ক্লিপে।
এ অডিও ক্লিপের বিষয়ে কথা বলতে ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের দুটি মোবাইলে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়। আরেকটি নম্বরে ফোন করলে তিনি ধরেননি।
সাবেক ছাত্রদল নেতা রাসেল ভূঁইয়া বলেন, তার বাড়ি আজাদের বাড়ির পাশেই। তিনি মাহমুদুর রহমান সুমনের পক্ষে কাজ করায় নজরুল ইসলাম আজাদ তাকে এ ধরনের ‘হুমকি’ দিয়েছেন। বিষয়টি তিনি দলীয় জ্যেষ্ঠ নেতাদের জানিয়েছেন।
“এই হুমকির পর থেকে আমি নিরাপত্তাহীনতায় আছি। আমি এলাকায় ফিরলে হাত-পা ভেঙে দেবে বলছে। বাপ-মা তুলে গালাগাল করছেন। আমি শুক্রবারের পর থেকে বাড়িতে যাইনি। কিন্তু রাত সাড়ে ৮টার দিকে নজরুল ইসলাম আজাদ তার লোকজন আমার বাড়িতে পাঠিয়েছে। আমি কী করবো বুঝে উঠতে পারতেছি না।”
এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরিকল্পনা করলেও এখন করবেন কিনা তা নিয়েও সংশয়ে আছেন বলে জানান রাসেল।
এ বিষয়ে প্রশ্ন করলে বিএনপির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেন, “আমি অডিও রেকর্ডটি শুনেছি। ভিন্ন মতের প্রতি সহনশীলতা জাতীয়তাবাদী রাজনীতির প্রাথমিক গুণ। একজন দলীয় কর্মীর সঙ্গে দলের একজন পদধারী নেতার এমন আচরণ আমাকে মর্মাহত করেছে। এ বিষয়ে দল যা ভালো মনে করে তাই করবে।”
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন বলছেন, ওই অডিও ক্লিপ তার নজরে আসেনি, কেউ লিখিত অভিযোগও করেনি। “এই বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করলে তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


