সোনারগাঁয়ে গিয়াস-মান্নানের হয়ে লড়বেন যারা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
সোনারগাঁয়ে গিয়াস-মান্নানের হয়ে লড়বেন যারা
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং মুহাম্মদ গিয়াসউদ্দিনের হয়ে সোনারগাঁয়ের ভোটের মাঠে লড়াই করবেন যারা এবং যাদেরর প্রচেষ্টা এবং যোগ্যতা দক্ষতার ভিত্তিতে জয় নিশ্চিত হতে পারে এই দুই হেভীওয়েট নেতার তাদের নিয়ে পর্যালোচনা করা যাক।
সূত্র বলছে, সোনারগাঁ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন অনুসারী হিসেবে বিভেচিত নেতারা হচ্ছেন-সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল,সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান,
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল হোসেন চয়ন,সোনারগাঁ পৌর যুবদলের আহ্বায়ক এড. সাদ্দাম,সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নাসির উদ্দিন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক রবিন,সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়ির যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেল,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালাউদ্দিন সালু।
এরমধ্যে খন্দকার আবু জাফরের পুরো সোনারগাঁয়েই একটি পরিচিতি এবং ভোটারদের সম্পর্ক রয়েছে। শাহ আলমের মুকুলেরও পুরো সোনারগাঁয়ের বিভিন্ন ইউপিতে নেতাকর্মী এবং ভোটারদের সাথে সুসম্পর্ক রয়েছে। জিয়াউল হোসেন চয়ন এবং এড.সাদ্দাম সোনারগাঁয়ের পৌর এলাকায় গিয়াসের জন্য ভোটের মাঠে লড়াই করবেন। কাঁচপুরে গিয়াসের হয়ে লড়াই করতে যাচ্ছেন শহিদুর রহমান স্বপন এবং সালাউদ্দিন সালু,নাসির উদ্দিন,কামাল হোসেন যাদের নেতৃত্বে কাঁচপুরে গিয়াসের জন্য লড়বেন
পিরোজপুরে গিয়াসের জন্য লড়তে যাচ্ছেন আশরাফ প্রধান,সাদিপুরে ইউপিতে গিয়াসের জন্য লড়াই করবেন রমজান,মোগপাড়ায় গিয়াসের হয়ে লড়বেন এনামুল হক রবিন,বৈদ্যরবাজার এবং বারদীতে গিয়াসের জন্য লড়বেন নূরে ইয়াসিন নোবেল। সোনারগাঁয়ে উপজেলায় বিএনপির মনোনীত মনোনীত প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন অনুসারী নেতারা হচ্ছেন-সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,সোনারগাঁ উপজেলা বিএনপিরস যুগ্ম সম্পাদক সেলিম হক রুমি,সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুম, ,সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম,সোনারগাঁ উপজেলা যুবদল নেতা মশিউর রহমান শান্ত,
সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, ,সোনারগাঁ উপজেলা যুবদলের সদস্য মাসুদ রানা, ,সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম,নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর,জামপুর ইউনিয়ন বিএনপি নেতা গোলজার,সোনারগাঁ উপজেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া। সোনারগাঁ পৌর এলাকায় মান্নানের জন্য লড়বেন মোশারফ,মোগরাপাড়ায় মান্নানের জন্য লড়বেন
কাজী টিটু,কাঁচপুরে মান্নানের জন্য লড়বেন সেলিম হক,শান্ত,মজিবুর,ডালিম।পিরোজপুরে মান্নানের জন্য লড়বেন মাসুদ রানা, রফিকুল ইসলাম বিডিআর। জামপুর এলাকায় মান্নানের জন্য লড়বেন গোলজার। এছাড়া পুরো সোনারগাঁ উপজেলায় ছাত্রদল নিয়ে কাজ করবেন জাকারিয়া ভূইয়া।


