Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত নৌকার প্রার্থীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০১:২৯ পিএম

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত নৌকার প্রার্থীরা
Swapno


# স্মরণকালের শ্রেষ্ঠ সমাবেশ করতে চায় নারায়ণগঞ্জবাসী
আগামী ৭ ই জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন। আর এই নির্বাচন ঘিরে সারাদেশেই বিভিন্ন দলের প্রার্থীরা প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। ধারাবহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নির্বাচনী প্রচার প্রচারনায় ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় বেশ কয়েকটি সমাবেশ করেছেন সিলেট, রংপুর, খুলনা, বরিশাল সহ কয়েকটি জেলাতেই। তবে দেশের আরও অনেকগুলো জেলাতে না যাওয়া হলেও নির্বাচনের আগে নারায়ণগঞ্জে আসতে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

 


নির্বাচনী প্রচারনায় সর্বশেষ সমাবেশ হবে নারায়ণগঞ্জে। ৪ জানুয়ারি শহরের এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। গতকাল বিকালে জরুরী সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকার এমপি প্রার্থী  শামীম ওসমান এ তথ্য জানান।

 


গত ২৮ শে ডিসেম্বর (বৃহস্পতিবার) শহরের চাষাঢ়া এলাকার রাইফেল ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শামীম ওসমান বলেন, কিছুক্ষণ আগে দলের সাধারণ সম্পাদক কনফার্ম করেছেন ৪ঠা জানুয়ারি দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে জাতির পিতার কন্যা আসবেন। নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

 

 

সভাটি রাজধানীতে না করে আমাদের যে মূল্যায়ন করেছেন এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ ছিল আওয়ামী লীগের ঘাঁটি। বঙ্গবন্ধুর প্রিয় ছিল এই নারায়ণগঞ্জ। সেই দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগতভাবে আমি জাতির পিতার কন্যার কাছে আহ্বান জানিয়েছিলাম, নির্বাচনকালীন সময়ে সবশেষ সভাটি যদি নারায়ণগঞ্জে হয় তাহলে নারায়ণগঞ্জের মানুষ আনন্দিত হবে।
 

 


প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এখন থেকেই নারায়ণঞ্জের ৫ টি আসনেই যে সকল আওয়ামী লীগের এমপি মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অনেকটাই উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।

 

 

দেশের কয়েকবারের প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জে আগমন ঘিরে শুধু আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরাই নয় নারায়ণগঞ্জের সাধারন মানুষও সেই দিনটার জন্য অপেক্ষা করছে এমনকি নারায়ণগঞ্জে আশেপাশে যে সকল জেলা  গুলো রয়েছে সেখান থেকে প্রচুর পরিমানে লোক এসে এই সমাবেশ কে সফল করতে এখনই প্রস্তুতি গ্রহন শুরু করে দিয়েছে।

 


নারায়ণগঞ্জে ৫ আসনের মধ্যে ইতিমধ্যেই ৪ আসনে নৌকার প্রার্থী দেওয়া হয়েছে। তবে নারায়ণগঞ্জ ৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী থাকলেও সেখানেও আওয়ামী লীগের নেতাকর্মীরাই তার নির্বাচনী প্রচার প্রচারনায় কাজ করছেন। বলা  চলে নারায়ণগঞ্জের ৫ টি আসন টি আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী ৪ তারিখ এই সমাবেশে কয়েক লক্ষাধিক লোকে সমাবেত হতে চায় নারায়ণগঞ্জ শামসুজ্জোহা স্টেডিয়ামে।

 

 

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এখন থেকেই জেলার প্রতিটি উপজেলা ,থানা, ইউনিয়ন , ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহন করছে কিভাবে এই মহা সমাবেশ কে সফল করা যায়। এর আগে নারায়ণগঞ্জে শামীম ওসমানের ডাকা বেশ কয়েকটি সমাবেশ করেছে আর সেই সকল সমাবেশগুলো সারা বাংলাদেশেই ব্যাপক ভাবে আলোড়ন সৃষ্টি করেছে তবে এই বাবের সমাবেশকে স্বরনীয় করে রাখতে চায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।

 


জানা যায়, গত ২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার পূর্বাচলে মেট্রোরেলের নির্মান কাজের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবারের আগমন টা অনেকটাই ব্যাতিক্রম নির্বাচনী আমেজের মধ্যে দিয়ে প্রচার- প্রচারনার জন্য এই আগমন  যেটা নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অনেকটাই আনন্দময় একটি দিন হিসেবে মনে করে। প্রধানমন্ত্রীর আগমনে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতারা ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন