শেষ মুহূর্তে প্রচারণা বন্ধ শামীম ওসমানের
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০১:৩০ পিএম
# ফতুল্লায় বেশ কয়েকটি উঠান বৈঠক ও গণসংযোগ করা হচ্ছেনা
আসন্ন দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে নৌকার প্রার্থী এ কে এম শামীম ওসমান সহ মোট নয়জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করলেও নৌকার প্রার্থী শামীম ওসমান ছাড়া এই নারায়ণগঞ্জ ৪ আসনে অন্য কোন প্রার্থী তেমন কোন প্রচার প্রচারণায় সক্রিয় না থাকলেও বেশ কয়েক বারের এমপি নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমান তফসিল ঘোষনার পর থেকেই ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকাতেই প্রায় শতাধিক স্পটে উঠান বৈঠক করেছেন।
৩০ ডিসেম্বর পর্যন্ত শামীম ওসমানের উঠান বৈঠক হয়। তবে ফতুল্লার কুতুবুপর ও বক্তাবলী এলাকাতে শামীম ওসমানের উঠান বৈঠক ও গনসংযোগ হওয়ার কথা থাকলেও তা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল।
জানা যায়, আগামী ৪ জানুয়ারী নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারনায় সামসুজ্জোহা স্টেডিয়ামে আসছেন আর প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক ভাবে প্রস্তুতি গ্রহন করেছে। জানা গেছে এই বিশাল সমাবেশের জন্য ব্যাপক প্রস্তুতি প্রয়োজন অনেকেরই ধারনা সেই কারনেই হয়তো সকল নির্বাচনী প্রচার প্রচারনা শিথিল করেছেন।
তবে ফতুল্লার কুতুবপুরে শামীম ওসমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি ছিলো না। গত ৩১ ডিসেম্বর ও ৪ জানুয়ারীকে কুতুবপুরে উঠান বৈঠক ও গনসংযোগ করার কথা ছিলো শামীম ওসমানের কিন্ত এই প্রেগ্রাম গুলো বাতিল হওয়াতে অনেকটাই হতাশ হয়েছেন এই এলাকার মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু তাই নয় শামীম ওসমানের প্রচার প্রচারনার জন্য বক্তাবলী ইউনিয়নে যাওয়ার কথা থাকলেও হয়তো সমাবেশের জন্য যাওয়া হচ্ছেনা।
জানা যায় , আগামী ৭ ই জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন। আর এই নির্বাচন ঘিরে সারাদেশেই বিভিন্ন দলের প্রার্থীরা প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন।
ধারাবহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নির্বাচনী প্রচার প্রচারনায় ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় বেশ কয়েকটি সমাবেশ করেছেন সিলেট ,রংপুর,খুলনা ,বরিশাল সহ কয়েকটি জেলাতেই। তবে দেশের আরও অনেকগুলো জেলাতে না যাওয়া হলেও নির্বাচনের আগে নারায়ণগঞ্জে আসতে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
নির্বাচনী প্রচারনায় সর্বশেষ সমাবেশ হবে নারায়ণগঞ্জে। ৪ঠা জানুয়ারি শহরের এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। গতকাল বিকালে জরুরী সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকার এমপি প্রার্থী শামীম ওসমান এ তথ্য জানান।
গত ২৮ শে ডিসেম্বর (বৃহস্পতিবার) শহরের চাষাঢ়া এলাকার রাইফেল ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শামীম ওসমান বলেন, কিছুক্ষণ আগে দলের সাধারণ সম্পাদক কনফার্ম করেছেন ৪ঠা জানুয়ারি দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে জাতির পিতার কন্যা আসবেন। নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
সভাটি রাজধানীতে না করে আমাদের যে মূল্যায়ন করেছেন এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ ছিল আওয়ামী লীগের ঘাঁটি। বঙ্গবন্ধুর প্রিয় ছিল এই নারায়ণগঞ্জ। সেই দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগতভাবে আমি জাতির পিতার কন্যার কাছে আহ্বান জানিয়েছিলাম, নির্বাচনকালীন সময়ে সবশেষ সভাটি যদি নারায়ণগঞ্জে হয় তাহলে নারায়ণগঞ্জের মানুষ আনন্দিত হবে।


