Logo
Logo
×

রাজনীতি

নিজ দলের তহবিল তছরুপের অভিযোগে কুপোকাত তৈমুর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০৯:১৯ পিএম

নিজ দলের তহবিল তছরুপের অভিযোগে কুপোকাত তৈমুর
Swapno

 

# নির্বাচনের আগ মুহুর্তে তিন কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তৈমুর

 

 

বাংলাদেশের সবচেয়ে সৎ ব্যক্তি হিসেবে নিজেকে দাবি করা ব্যক্তি এডভোকেট তৈমুর আলম খন্দকারকে এবার জাতীয় মেঈমান হিসাবে আখ্যায়িত করেছেন তারই নিজ দলের প্রার্থীরা। দুদিন আগে রাজধানীতে সংবাদ সম্মেলন করেন তৃনমূল বিএনপির ৬০ জন প্রার্থী। তারা তৃনমূল বিএনপির সভাপতি শমশের মবিন চৌধুরী এবং এডভোকেট তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, শমসের আর তৈমুর তাদেরকে মাঠে নামিয়ে দিয়ে এখন আর তাদের কোনো খোঁজ রাখছেন না।

 

তারা দলের নির্বাচনী তহবিল তছরুপ করেছেন। তাই তারা এদেরকে জাতীয় বেঈমান হিসাবে আখ্যায়িত করেছেন। মূলত এই সংবাদ সম্মেলনের পর বিষয়টি গণমাধ্যমে ফলাও করে প্রচার পায়। ফলে নতুন করে তীব্র সমালোচনার মুখে পরেন এডভোকেট তৈমুর আলম খন্দকার। অনেকেই প্রশ্ন তোলেন এমন একজন সৎ লোক হয়ে তিনি কিভাবে এমন কাজ করলেন।

 

এদিকে কয়েকটি কারণে নারায়ণগঞ্জের সর্বত্র তৈমুর আলম খন্দকারকে নিয়ে তুমুল সমালোচনা চলছে। এসব কারণের মাঝে রয়েছে ১) কোনো সৎ ব্যক্তি কখনো নিজেকে সৎ দাবি করেন না। তিনি বলেছেন সারা বাংলাদেশের তার চাইতে সৎ আর একজনকেও পাওয়া যাবে না। তার এই বক্তব্যকে একটি দুধের শিশুর বক্তব্য হিসেবে দেখছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ। তার এই কথার অর্থ হলো গোটা বাংলাদেশের বাকী সব মানুষ তার চেয়ে অসৎ। এমন বক্তব্য একেবারেই হাস্যকর বলে মনে করছেন নারায়ণগঞ্জের মানুষ।

 

২) তিনি একজন সৎ ব্যক্তি হলে কিসের লোভে তিনি এমন একটি একতরফা নির্বাচনে অংশ নিলেন? দেশে গণতন্ত্রের নামে এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যে নির্বাচনে মানুষের কোনো চয়েস থাকছে না। আগেই জানা যাচ্ছে এই নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে এবং প্রকৃত কোনো বিরোধী দল থাকছে না। তৈমুর সহ এবারের এই নির্বাচনে অংশ নেয়া সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশির্বাদপুষ্ট। ফলে এবারের এই নির্বাচন দেশের মানুষের সকল প্রকারের অধীকারকে আরো হরন করবে। এক কথায় অনেকের মতে দেশে যে ফ্যাসিবাদ চলছে এবারের এই নির্বাচনের মাধ্যমে এই ফ্যাসিবাদ আরো কার্যকর হবে। যার দায় এডভোকেট তৈমুর আলম খন্দকারকেও বহন করতে হবে।

 

৩) নারায়ণগঞ্জের সাধারণ মানুষের অনেকেই মনে করেন এডভোকেট তৈমুর আলম খন্দকার বিএনপির সাথে চরম বেঈমানী করেছেন। কারণ এক সময় তিনি আওয়ামী লীগে যোগ দিতে চাইলেও তাকে আওয়ামী লীগে নেয়া হয়নি। পরে তিনি বিএনপিতে যোগ দেয়ার পর একজন বিএনপি নেতা হিসাবেই তিনি সারা দেশে পরিচিতি লাভ করেন। আর এ কারণেই সরকারী দলের কাছেও তার কদর বেড়েছে। অথচ তিনি বিএনপির সঙ্গে বার বার বেঈমানী করে এসেছেন। সর্বশেষ তিনি তৃনমূল বিএনপিতে গিয়ে গোটা জাতির সাথে বেঈমানী করলেন বলে অনেকে মনে করেন। মূল এভাবেই এখন তীব্র সমালোচনার মাঝে রয়েছেন এডভোকেট তৈমুর। নির্বাচনের আগ মুহুর্তে তহবিল তছরুপের অভিযোগে কুপুকাত হয়ে পরেছেন তৈমুর। এস.এ/জেসি


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন