গাজীর পাশে থাকলেও দুই ভাইয়ের পাশে নেই আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০৯:৫১ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৭ দিন সময় বাকি। আগামী ৫ জানুয়ারি এমপি প্রার্থীদের প্রচারনার শেষ সময়। শেষের দিকে এসে নারায়ণগঞ্জের ৫টি আসনের এমপি প্রার্থীদের প্রচারনায় নির্বাচনের মাঠ জমে উঠেছে। সেই সাথে এবারের নির্বাচনের ভোটারদের কদর বেড়েছে। কেননা নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানো প্রার্থীদের জন্য বড় একটি চ্যালেঞ্জ।
নারায়ণগঞ্জের নৌকার প্রার্থীদের পক্ষে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবার প্রচারণার মাঠে নেমেছে। আর এ নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরী হয়েছে। কেননা নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি মানেই ভাই বোনের উত্তর দক্ষিন নিয়ে আলোচনা। স্থানীয় ভাবে এখানকার আওয়ামী লীগ ভাই বোনের সমর্থকরা উত্তর দক্ষিন মেরুতে বিভক্ত।
এদিকে নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনে প্রচারণার মাঠ জমে উঠেছে। এখানে নৌকার প্রার্থী হিসেবে রয়েছে টানা তিনবারের এমপি গোলাম দস্তগীর গাজী জয়ের ধারাবাহিকতা বজায় রাখার জন্য চতুর্থবারের মত দলীয় নমিনেশন পেয়ে মাঠ কাপিয়ে যাচ্ছে। তবে আসন্ন নির্বাচনে তার বিপক্ষে শক্তিশালী প্রার্থী হিসেবে রয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া।
তিনিও এখানে প্রার্থী হয়ে পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ৩০ ডিসেম্বর গাজীর নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালান নাসিক মেয়র আইভী। সেই সাথে তিনি রূপগঞ্জের বিভিন্ন এলাকায় নৌকার মার্কার ভোট চেয়ে প্রচারণা চালান।
এ সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়ার দুঃসাহস কার- সেই প্রশ্ন তুলে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘এটা প্রশাসনের খতিয়ে দেখার দরকার। এখানে পরিবেশ পরিস্থিতি কারা খারাপ করতে চাচ্ছে তা খুঁজে বের করতে হবে। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে রূপগঞ্জের নাওড়া এলাকায় নৌকার অস্থায়ী নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার অনুসারী দুর্ধর্ষ সন্ত্রাসী মোশারফ ওরফে মোশা এতে জড়িত রয়েছেন। সিটি করপোরেশনের মেয়র হয়েও নির্বাচনকালীন সময়ে রূপগঞ্জে আসার ব্যাখ্যায় মেয়র বলেন, ‘আসলে সংগত কারণেই আমি ভাইয়ের পক্ষে নির্বাচনে নামতে পারছি না। তবে শুভকামণা করতেই পারি। আর এটা যেহেতু আমার ভাইয়ের বাড়ি, আমি তো আসতেই পারি। এজন্যই আসা।
অপরদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী শামীম ওসমানের পক্ষে নাসিক মেয়র আইভী মাঠে নামবেন বলে আশা করেছেন। কিন্তু তার পক্ষে মেয়র আইভী এখনো মাঠে না নামলেও মন্ত্রী গাজীর সহধর্মিনী হাসিনার গাজীর সাথে সাক্ষাৎ করেন তিনি। যদিও রূপগঞ্জে মেয়র আইভী যাওয়াকে নৌকার প্রচারণা বলে মনে করেন রাজনৈতিক মহল।
রাজনৈতিক অঙ্গনে সাংসদ শামীম ওসমান ও নাসিক মেয়র আইভী ভাই বোন হিসেবে পরিচিত। মেয়র আইভী মন্ত্রী গাজীর পাশে থাকলেও উত্তর বলয়ের কান্ডারি শামীম ওসমানের পক্ষে মেয়র আইভী নেই। যদিও কয়েক দিন আগে নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকা প্রার্থীর পক্ষে মাঠে নেই মেয়র আইভী। এমনকি তার সমর্থকদেরও দেখা যায় নাই। কিন্তু মেয়র আইভী জনপ্রতিনিধি হিসেবে মাঠে নৌকার প্রাচারণায় নামতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে তিনি রূপগঞ্জে যাওয়াকে নৌকার প্রচারণার জন্য যান নাই বলে জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, মেয়র আইভী রূপগঞ্জে গেলেও তার এলাকা থাকা সত্বেও তিনি নারায়ণগঞ্জ-৪ কিংবা নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীর পক্ষে তিনি মাঠে নামেন নাই। এমনকি তাদের পক্ষে ভোট চান নাই। তবে তিনি আদৌ তাদের পক্ষে ভোট চাইবেন কি না তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সেই সাথে সচেতন মহলে বলা বলি হচ্ছে বড় ভাই শামীম ওসমানের পক্ষে মেয়র আইভী মাঠে নেই। এস.এ/জেসি


