# সম্প্রতি একে অপরের প্রশংসা করছেন নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এই দুই নেতা
প্রধামন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানকেই ভোট দেবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। গত কয়েকদিনে আইভীর ঘনিষ্ঠ জনদের সাথে আলাপ কালে তিনি এমন কথাই বলেছেন। আর এ কথা বলে তিনি তার অনুসারীদেরও এক ধরণের ইঙ্গিত দিয়েছেন সেলিম ওসমানকে ভোট দেওয়ার জন্য।
গতকাল মেয়র আইভীর একটি ঘনিষ্ঠ সূত্র দৈনিক যুগের চিন্তার এই প্রতিনিধিকে এসব তথ্য জানিয়েছে। সূত্র আরো জানায় আইভী বলছেন এবারের নির্বাচনের তফসিল ঘোষণার সময় আওয়ামী লীগ সারা দেশে ২৯৮টি আসনে মনোনয়ন ঘোষনা করেন, বাদ রাখেন মাত্র দুটি আসন। আর এই দুটি আসনের একটি নারায়ণগঞ্জ-৫ আসন। নিশ্চয়ই প্রধানমন্ত্রী সেলিম ওসমানের প্রতি সন্মান দেখানোর কারণেই এই আসনটি ফাঁকা রেখেছেন।
কারণ আগে থেকেই জানা এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হবেন একেএম সেলিম ওসমান। তাই প্রধানমন্ত্রী যার আসন ছেড়ে দিয়েছেন তাকে একজন আওয়ামী লীগ নেতা হিসাবে মেয়র ভোট দেবেন বলে প্রকাশ্যেই বলছেন বলে সূত্রটির দাবি।
এখানে উল্লেখ্য সম্প্রতি সেলিম ওসমানও নির্বাচনী প্রচারে নেমে মেয়র আইভীর প্রশংসা করে বক্তব্য রাখছেন। তিনি বলেছেন, তিনি নির্বাচিত হলে আইভীর সাথে মিলে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলবেন, নারায়ণগঞ্জের আরো ব্যাপক উন্নয়ন করবেন। তিনি আরো বলেছেন, মেয়র আইভী উন্নয়ন করেছেন বলেই মানুষ তাকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করছেন। ফলে সেলিম ওসমানও মেয়র আইভীর উন্নয়নের প্রশংসা করে বক্তব্য রাখছেন।
তবে এর আগে আইভীও সেলিম ওসমানের প্রশংসা করে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন সেলিম ওসমান কিছু কাজে তাকে সহায়তা করেছেন যার সুফল নগরবাসী ভোগ করছেন। আগামী দিনেও তিনি সেলিম ওসমানের সহায়তা চান। সিটি করপোরেশনের বাজেট বক্তৃতায় তিনি এমন কথা বলেছিলেন। এতেই নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এই দুই নেতার মাঝে বেশ জোরালো মনস্তাত্বিক ঐক্য গড়ে উঠেছে বলে নারায়ণগঞ্জের সচেতন মহল মনে করেন। এস.এ/জেসি


