নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে টানা ১০বছর পর নৌকা ফিরলেও সেই নৌকার পালে হাওয়া লাগাতে নৌকার মনোনীত প্রার্থী অর্থাৎ নৌকার মাঝির পাশে থাকছে না নৌকার মনোনয়ন প্রত্যাশীত নেতারা। তবে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণার শুরুতে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীত বেশ কয়েকজন নেতা নৌকার মাঝির হয়ে প্রচারণায় অংশ নিলেও নৌকা মনোনীত প্রার্থী নৌকার মাঝির পাশে দেখা যাচ্ছে না।
কিন্তু মনোনয়ন ঘোষণার পূর্বে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের ভাষ্য ছিল নৌকা যাকেই দেয়া হোক, নৌকার মাঝির পাশে থেকে যেকোন মূল্যে নৌকার মনোনীত প্রার্থীকে জয়ী করব। অথচ, নির্বাচনের হাতেগোনা কয়েকদিন থাকলেও নৌকার মাঝির পাশে নৌকা ওয়ালা নেতাদের দেখা যাচ্ছে না।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রায় ডজন খানেক নেতা। এরমধ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ড. আবু জাফর চৌধুরী একজন আলোচিত প্রার্থী ছিলেন। কিন্তু মনোনয়ন দৌঁড়ে ছিঁটকে পড়ার পর নাম কোয়াস্তে নৌকার মনোনীত প্রার্থীর সাথে কাজ করতে দেখা গেলেও নৌকা মাঝির পাশে তাকে দেখা যাচ্ছে না।
অপরদিকে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম নৌকা মনোনীত প্রার্থীর সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ না করলেও নির্বাচনী এলাকার বিভিন্ন এলাকায় নামকাওয়াস্তে প্রচারণা চালিয়েছেন।
অপরদিকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এ, এইচ, এম, মাসুদ দুলাল নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হলেও নৌকার মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন।
কিন্তু নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে এখনো প্রচারণায় তার দেখা মেলেনি। এছাড়া নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে নৌকার আরেক মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য দীপক কুমার বনিক দীপু নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণার প্রথম দিন দেখা মিললেও পরবর্তীতে তাকে আর দেখা যায়নি।
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে নৌকার আরেক মনোনয়ন প্রত্যাশী কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন নৌকার মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকেই গাঁ ঢাকা দিয়েছেন। আওয়ামীলীগের মনোনয়ন ঘোষণার পর থেকে মোশারফ হোসেনকে নৌকার পক্ষে প্রচারণা করবেন দূরথাক তাকে আর রাজনৈতিক ময়দানে দেখাই যায়নি।
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে নৌকার আরেক মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক নৌকার মনোনয়ন প্রত্যাশা করে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হলেও মনোনয়ন প্রত্যাহারের শেষদিন মনোনয়ন প্রত্যাহার করে নেন। কিন্তু পরবর্তীতে প্রকাশ্যে নৌকার মনোনীত প্রার্থী পক্ষে তাকে কাজ করতে দেখা যায়নি।
কিন্তু এ সকল মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ঘোষণার পূর্বে উন্নয়নের বার্তা নিয়ে জনসাধারণের মাঝে নিজেকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে পরিচয় দিতেন। কিন্তু নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে আব্দুল্লাহ আল কায়সারকে নৌকার মনোনয়ন দেয়া হলে এ সকল মনোনয়ন প্রত্যাশীরাই নৌকার মাঝির পক্ষে জনসাধারণের মাঝে ভোট প্রার্থনায় দেখা মিলছে না। এস.এ/জেসি


