Logo
Logo
×

রাজনীতি

‘পতিতালয় সরাতে পারলে মাদকও নির্মূল করতে পারবো’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:০০ পিএম

‘পতিতালয় সরাতে পারলে মাদকও নির্মূল করতে পারবো’
Swapno


# প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, না. গঞ্জকে মনের মত সাজিয়ে দিবেন
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম ওসমান বলেছেন, ‘আমাদের কাজ হচ্ছে যারা বিক্রেতা, তাদের বের করা। আর যারা এডিক্টেড, তাদেরকে বুঝানো। অনেক স্থানে প্রকাশ্যে মাদক বিক্রি করা হচ্ছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনী দেখছে না। জেলা প্রশাসক ও এসপি সাহেবের অফিসের বাইরে বিক্রি হয়, এটা আমরা সবাই জানি।

 

 

আমরা যদি সচেতন না হই তাহলে কিভাবে হবে। গতকাল বুধবার (৩ জানুয়ারি) সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে সেলিম ওসমান একথা বলেন। এইদিন দুপুর ১২টায় নগরীর চাষাঢ়া অবস্থিত বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

মাদক নির্মূলের বিষয়ে সেলিম ওসমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘মাদক কি জিনিস এখনো আমাদের দেশের ৯০ভাগ বাচ্চারা জানে না। মাদকের কোন সেমিনারে আমি যাইনা। এটাকে ধামাচাপা দিয়ে রাখতে হবে। যদি আমি কিছু না বুঝেই মাদক নির্মূল করতে চাই, তাহলে এটাকে আরও পোশ্রয় দেওয়া হবে।

 

 

শহরের বিভিন্ন চিপা-চাপায় মাদক বিক্রি হচ্ছে। এটা নির্মূল করা তো আমাদের কাজ না, এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা যদি নারায়ণগঞ্জ থেকে পতিতালয় সরিয়ে দিতে পারি, তাহলে আমরা কি মাদক সরাতে পারবো না?’

 

 

এছাড়া সেলিম ওসমান প্রধানমন্ত্রী প্রসঙ্গে বলেন, আমাকে উনি যখন বলেছিলেন নির্বাচন করতে, আমি তখন বলেছিলাম আমি যদি এই জিনিসগুলো পাই তাহলেই আমি নির্বাচন করবো না হলে আমি রিটায়ার করবো, নির্বাচনে যাবো না। উনি বলেছিলেন, নারায়ণগঞ্জকে আমার মনের মতো সাজিয়ে দিবো।

 


 প্রধানমন্ত্রীর কাছে তার কোনও বিশেষ দাবি আছে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সবচেয়ে বড় দাবি আদায় মনে করি উনি নারায়ণগঞ্জে আসছেন। কারণ প্রধানমন্ত্রীর জীবনের রিস্ক আছে বলে আমি মনে করি। এত ছোট জায়গা, কোথায় দিয়ে মানুষ আসছে, কোথায় দিয়ে যাচ্ছে! কিন্তু আপনাদের মধ্যে অপরাজনীতি আছে।

 

 

মানুষের সাথে মানুষের সম্পর্ক অনেক রকম হয়। একটা হচ্ছে রক্তের সম্পর্ক, আরেকটা রাজনীতির সম্পর্ক। রাজনীতি‘র সম্পর্কে আবার দুই রকম আছে। একটা উন্নয়নের রাজনীতি, আরেকটা অপরাজনীতি। সব সময় অপরাজনীতির পাল্লাটাই কিন্তু ভারী থাকে। একটা খারাপ কাজ করতে সময় খুব লাগে না, কিন্তু একটা ভাল কাজ করতে অনেক সময় লাগে।
 

 


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান বাদল।

 

 

বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, নাগরিক টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল লাইভ নারায়ণগঞ্জ’র সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল হোসেনসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন