Logo
Logo
×

রাজনীতি

এই জনসমুদ্র প্রমাণ করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি : আজমত আলী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম

এই জনসমুদ্র প্রমাণ করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি : আজমত আলী
Swapno


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে উৎসবের আমেজের কমতি ছিলনা জেলা জুড়ে।  এ জনসভা কে সফল করার জন্য তৎপর ছিলো শামীম ওসমানের অনুসারী ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।  এর মধ্যে অন্যতম ছিলো ফতুল্লা থানা আওয়ামী যুবলীগ নেতা হাজী আজমত আলী।  এ সমাবেশকে সফল করার উদ্দেশ্যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন তিনি।

 

 

যার ফলস্বরুপ সমাবেশের দিন হাজার হাজার নেতাকর্মীসহ সমাবেশস্থলে হাজির হয়ে চমক দেখিয়েছেন ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের আলোচিত  এই নেতা।  পূর্বের সকল কর্মসূচির মতো এ কর্মসূচিও সফলভাবে সম্পন্ন করেন তিনি।  ফতুল্লার পাকিস্তান খাদ এলাকায় সকাল ১১ ঘটিকায় তার নেতাকর্মীরা সমবেত হয়।  অতঃপর কয়েক কিলোমিটার নৌকা মার্কা ও শামীম ওসমানের পক্ষে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে পৌঁছায় শোডাউন টি।

 

 

শোডাউনটি যখন সমাবেশ স্থলে পৌঁছায়  তখন মঞ্চ  থেকে এই যুবনেতাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সমাবেশে উপস্থিত হয়ে এই যুবনেতা গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে বলেন, এ সমাবেশকে সফল করার জন্য আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী অক্লান্ত পরিশ্রম করেছেন।  এই সমাবেশের এই জনসমাগম প্রমাণ করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাটি  ছিলো এবং আছে।  এ সময় তিনি আরো বলেন, আজ জনগণ উপস্থিত হয়ে তারা দেখিয়ে দিয়েছে তারা কোনো সন্ত্রাসী দলের সাথে নেই।

 


তারা উন্নয়নের সরকার শেখ হাসিনার সাথে রয়েছেন এবং তারা ৭ তারিখ আমার প্রিয় নেতা শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন।  সর্বশেষ তিনি বলেন, ৭ তারিখ মানুষ উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে তারা দেশকে এগিয়ে নেওয়ার মিশনে সহায়তা করবেন কেউ যদি শান্ত পরিবেশকে অশান্ত করতে চায় তবে তাদের শক্ত হাতে জবাব দেওয়া হবে।  আমরা সদা জাগ্রত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন