প্রধানমন্ত্রীর জনসভায় সিরাজ মন্ডলের নেতৃত্ব বিশাল মিছিলে যোগদান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা’র নির্বাচনী শেষ জনসভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে এ.কে.এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেন আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়েদুল কাদের এমপি, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু-এমপি, গোলাম দস্তগীর গাজী সহ প্রমুখ।


