প্রধানমন্ত্রীর দুই পাশে শামীম-আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম
# এক মঞ্চে শামীম-আইভী
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচরাণায় সর্বশেষ জনসভায় অংশ নিয়ে দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জে আসেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে তিনি নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন। বিশেষ করে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ সিটিকে স্মার্ট হিসেবে গড়ে তোলার ঘোষনা দেন তিনি।
এদিকে নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর আসাকে কেন্দ্র করে মাঠ পরিদর্শন করে সাংসদ শামীম ওসমান এনসিসি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেছেন, একটু কষ্ট আছে অনেককে কাছে চেয়েছিলাম পাচ্ছি না। মিটিংয়ের দিন তারা কষ্ট করে অন্তত মঞ্চে উপস্থিত হবে এটুকু আমরা আশা করি।
শামীম ওসমানের সমর্থকরা বলছে, মেয়র আইভীকে তিনি তার পাশে চেয়েছিলেন। কিন্তু মেয়রকে তার পক্ষে দেখা যায় নাই। যদিও নাসিক মেয়র আইভী রূপগঞ্জে গিয়ে গণমাধ্যমে বক্তব্য রেখেছেন। কিন্তু সেখানে তিনি নির্বাচনী প্রচারণায় যান নাই বলে জানিয়েছেন। তবে সাংসদ শামীম ওসমানের বেলায় তাও হয় নাই।
তবে গতকাল আওয়ামী লীগের নির্বাচনী সর্বশেষ জনসভায় শেখ হাসিনার দুই পাশে দুজনকে দেখা যায়। প্রধানমন্ত্রী ডান পাশে বসা ছিলেন এমপি শামীম ওসমান। আর বিপরীতে বাম পাশে দুই চেয়ার পরেই বসা ছিলেন মেয়র আইভী। আর এতে করে তাদের এক মঞ্চে দেখা যায়।
অপরদিকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি মানেই উত্তর বলয়ে শামীম ওসমান এবং দক্ষিন বলয়ের মেয়র আইভীকে বুঝানো হয়। এই দুই বলয়ের সমর্থকদের মাঝে বিভিন্ন সময় বিভক্ত থাকার বিষয়টি প্রকাশ্যে আসে। বিশেষ করে নাসিক নির্বাচন আসলে ভালো ভাবে তা প্রকাশ্যে আসে। কেননা ২০২২ সনের নাসিক নির্বাচনে আইভী যেন নৌকার মনোনয়ন না পান তার জন্য সকল ধরনের চেষ্টা চালান শামীম ওসমান সমর্থকরা।
তখন এক বছর আগে থেকে মেয়র আইভীকে নিয়ে উত্তর বলয়ের শামীম ওসমান অনুসারীরা ব্যাপক ভাবে প্রচারণা চালান। কিন্তু সংসদ নির্বাচনে শামীম ওসমানের বেলায় মেয়র আইভী তার তেমন কিছুই করেন না। উল্টো গতকাল নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে নৌকার জন্য ভোট চান মেয়র আইভী।
দলীয় নেতা কর্মীরা বলছে, আওয়ামী লীগের রাজনীতিতে নাসিক মেয়র আইভী ও সাংসদ শামীম ওসমান একে অপরে ভাই বোন হিসেবে পরিচিত। বিভিন্ন সভায় মেয়র আইভী শামীম ওসমানকে বড় ভাই বলে সম্বোধন করেছেন। বিপরীতে এমপি শামীম ওসমানও মেয়র আইভীকে ছোট বোন বলে ডাকেন।
তাছাড়া মেয়র আইভীকে গতকালের জনসভায় আসার জন্য আহ্বান জানিয়েছেন সাংসদ শামীম ওসমান। ভাইয়ের অনুরোধে হোক আর দলীয় সভানেত্রীর উপস্থিতিতে হোক তিনি সভায় উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন। আলোচনা সমালোচনার মাঝে গতকাল এক মঞ্চে বসেছেন সাংসদ শামীম ওসমান ও নাসিক মেয়র আইভী।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভী যদি মিলে ঐক্যবদ্ধ্য হয়ে নারায়ণগঞ্জ শহরটা পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে চায় তাহলে এই শহর উন্নত শহর হবে। উন্নয়নের কাজের ক্ষেত্রে তাদের এক করতে পারলে নারায়ণগঞ্জবাসী উপকৃত হবে। কিন্তু তা আদৌ হবে কি না এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। নগরীর সচেতন মহলের মতে এবাই ভাই বোনকে একত্রে উন্নয়নের কাজে দেখতে চান। এস.এ/জেসি


