মাহাবুবের নেতৃত্বে হরতালের সমর্থনে জেলা স্বেচ্ছাসেবকদলের মশাল মিছ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরীর লক্ষ্যে ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে মশাল মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-কাঞ্চন সড়কে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা মশাল মিছিল করেন।
মশাল মিছিল থেকে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা ৭ জানুয়ারি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরীর লক্ষ্যে ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে নানামুখী শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে।


