সাদেকের নেতৃত্বে হরতালের সমর্থনে জেলা যুবদলের মশাল মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৫ পিএম
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরীর লক্ষ্যে ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে মশাল মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে মন্ডলপাড়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে জেলা যুবদলের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। মশাল মিছিল থেকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা ৭ জানুয়ারি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরীর লক্ষ্যে ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে নানামুখী শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে।


