হরতালের সমর্থন জানিয়ে সজল-শাহেদের নেতৃত্বে নগরীতে মশাল মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৫ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবি ৪৮ ঘন্টা হরতাল সমর্থনে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে শহরে বিশাল মশাল মিছিল বের করে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার (৫ জানুয়ারি ) রাত আটটার দিকে শহরের কিল্লারপুল থেকে ৬ ও ৭ জানুয়ারি ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে যৌথভাবে মশাল মিছিল করে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময়ে মশাল মিছিল থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা ৭ জানুয়ারী নির্বাচন বাতিল ও জনগণকে ভোট বর্জনের আহ্বান ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগান দেন।


