Logo
Logo
×

রাজনীতি

ফুরফুরে মেজাজে তিন প্রার্থী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:২২ পিএম

ফুরফুরে মেজাজে তিন প্রার্থী
Swapno

 

রাত পোহালেই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জের ৫টি আসনের সম্ভাব্য এমপি প্রার্থীরা প্রচার প্রচারণা শেষে এখন ভোট গ্রহণের অপেক্ষা করছে। সেই সাথে বর্তমান এমপিদের ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য চ্যালেঞ্জ নিয়ে মাঠে কাজ করছেন। ১৮ ডিসেম্বর পর থেকে টানা ৪ জানুয়ারি পর্যন্ত পুরোদমে প্রার্থীরা মাঠে প্রচারণা চালিয়েছেন। তবে এখন প্রকাশ্যে প্রচারণায় না থাকলেও ভিতরে ভিতরে ঘরে ঘরে গিয়ে ভোটার স্লিপ নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীদের সমর্থকরা।

 

এদিকে নারায়ণগঞ্জে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সর্বশেষ নিবার্চনী জনসভা করেছেন। এই জনসভার মাধ্যমে তিনি নৌকার প্রার্থীদের জন্য ভোট চেয়েছেন। সেই সাথে নৌকার এমপি প্রার্থীদের চাঙ্গা মনোভাব তৈরী করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে নারায়ণগঞ্জ সহ সারাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরেছেন। সেই সাথে গণতন্ত্রের স্বার্থে নারায়ণগঞ্জের মানুষকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। আর  সেই ভোটটি হতে নৌকা মার্কা দেয়ার আহ্বান জানান।

 

নির্বাচন কমিশন সুৃত্রমতে, নারায়ণগঞ্জের ৫টি আসনে মোট ৩৪ জন এমপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মাঝে নারায়ণগঞ্জের ৩টি আসনে তেমন কোন শক্তিশালী প্রার্থী না থাকায় তারা জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে রয়েছে বলে মনে করেন তাদের সমর্থকরা। সেই আসন গুলোর মাঝে রয়েছে নারায়ণগঞ্জ-৪ আসন। এই আসনে নৌকার প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান এমপি শামীম ওসমান। তার বিপক্ষে আলোচিত দলের কিংবা আলোচিত কোন ব্যক্তি প্রার্থী না থাকায় টানা তৃতীয়বারের মত এমপি হওয়ার জন্য তিনি মাঠে জয়ের ব্যাপারে কোন টেনশনে নেই।

 

তার বিপক্ষের প্রার্থীরা হলেন, তৃনমুল বিএনপির প্রার্থী আলী হোসেন, বাংলাদেশ কংগ্রেস পার্টির গোলাম মোর্শেদ রনি, সৈয়দ হোসেন, মুরাদ হোসেন জামাল, সেলিম আহম্মেদ, শহিদ উন্ নবী, হাবিবুর রহমান। কিন্তু এখানে আলোচনার বিষয় হচ্ছে তাদের কাউকে নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লা সিদ্ধিরগঞ্জ এলাকার ভোটাররা তাদেরকে তেমন একটা চিনেন না। এছাড়া তারা দলীয় ভাবেও তেমন পরিচিত না। তাই আবারও টানা তৃতীয়বারের মত এমপি হওয়ার জন্য নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী সহজ ভাবে জয়ের পথে রয়েছেন।

 

নারায়ণগঞ্জ-৫ আসনেও একই অবস্থা হয়ে রয়েছে। এখানে বর্তমান এমপি জাতীয় পার্টি থেকে মনোনীত হয়ে লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করছেন। যদিও তার পক্ষে সবচেয়ে বেশি মাঠে ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেননা এখানে জাতীয় পার্টি তেমন ভাবে কোন শক্তিশালী নেই। তাছাড়া সেলিম ওসমানের বিপক্ষে মাত্র তিনজন প্রার্থী থাকলেও তারা ভোটের মাঠে শক্তিশালী নন। তাদের তেমন কোন পরিচিতি নেই।

 

ইতোমধ্যে রাজনৈতিক মহল ধরেই নিয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনে তৃতীয়বারের মত এমপি হচ্ছে সেলিম ওসমান। তার বিপক্ষের প্রার্থীরা হলেন, তৃনমুল বিএনপির আব্দুল হামিদ ভাসানী, চেয়ার মার্কার এ এম একরামুল হক, সামসুল ইসলাম। কিন্তু নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) এলাকার ভোটাররাও এই তিন প্রার্থীকে চিনেন না। এমনকি এই আসনের বর্তমান এমপিও তাদের নাম কিংবা মার্কা জানেন না। ভোটাররা আরও আগে জানেন না। তাই এখানেও সেলিম ওসমান জয়ের ব্যাপারে নিশ্চিত সময় পার করছে। তিনি ভোট গ্রহনের অপেক্ষা করছেন। তবে তার বিপক্ষে শক্তিশালী প্রার্থী না থাকলেও প্রচারণার মাঠে তিনি একাই মাঠ দাবড়িয়ে বেরাচ্ছেন।

 

জানা যায়, নারায়ণগঞ্জ-২ আসনেও হ্যাট্রিক করার পর টানা চতুর্থবারের মত এমপি হওয়ার পথে রয়েছেন নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু। তবে তার বিপক্ষে জাতীয় পার্টির প্রার্থী আলমগীর শিকদার লোটন মাঠে রয়েছেন। যদিও তিনি রাজনীতিতে বর্তমান এমপির অনেক সিনিয়র। তবে বাংলায় একটি প্রবাদ আছে পুরান চাল ভাতে বাড়ে। এছাড়া এই আসনের নৌকার প্রার্থীর বিপক্ষে তেমন কোন শক্তিশালী প্রার্থী না থাকায় এবারও এখানে জয়ের ব্যাপারে টেনশনে নেই এখানকার বর্তমান এমপি।

 

এই তিনটি আসনের বর্তমান এমপিরাই জয়ের ব্যাপারে মাঠে নিশ্চিত হয়ে রয়েছেন। তবে বিগত নির্বাচন গুলোতে ভোটাররা ভোট দিতে পারে নাই এমন অভিযোগ থাকায় ভোটারদের ভোট প্রয়োগে অনীহা তৈরী হয়ে রয়েছে। আর এজন্য আসন্ন নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানো এমপি প্রার্থীদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তারা হেরে যাওয়ার ভয়ে এই তিনটি আসনের বর্তমান এমপিরা তাদের বিপক্ষে তেমন কোন শক্তিশালী প্রার্থী দাঁড়াতে দেন নাই। যার জন্য তারা এবারও এমপি হওয়ার পথে রয়েছেন। তবে ভোট গ্রহনের ভোটার উপস্থিতি বাড়ানোর চ্যালেঞ্জে তারা কতুটুকু সফল হতে পারবে তা বুঝা যাবে ভোট গ্রহনের ফলাফলের পরে। আর সেই অপেক্ষায় প্রহরগুনছে সচেতন মহল। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন