Logo
Logo
×

রাজনীতি

কায়সারে ধরাশায়ী খোকা

Icon

ইফতি মাহমুদ

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম

কায়সারে ধরাশায়ী খোকা
Swapno

 

নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হওয়ার পর প্রায় ১৫ বছর পর দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়ের স্বাদ পেল নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে নৌকার মনোনীত প্রার্থী আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা মহাজোটের প্রার্থী হিসেবে টানা দুবার সাংসদ থাকলেও দ্বাদশ সংসদ নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে শোচনীয় পরাজয় বরণ করেছেন।

 

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে ভোটের ফলাফল বলছে, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কায়সার হাসনাত নৌকা প্রতীক পেয়েছেন ১লাখ ১২ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীক পেয়েছেন ৩৫ হাজার ৮১১ ভোট। নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান করলে নৌকার প্রার্থী কায়সার হাসনাতের কাছে ৭৬৯৯৭ ভোটের ব্যবধানে ধরাশায়ী হয়েছেন লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা।

 

এছাড়া স্বতন্ত্র প্রার্থী এইচএম মাসুদ দুলালের ঈগল প্রতীক পেয়েছে ২১৪ ভোট, বিএনএম ওয়ারিউল রহমান খাঁন নোঙ্গর প্রতীক পেয়েছেন ২৬৬ ভোট, নারায়ণদাস বিকল্পধারা কুলা প্রতীক পেয়েছেন ১৯১ ভোট, বাংলাদেশ সুপ্রিমপার্টির আসলাম একতারা প্রতীক পেয়েছেন ৭২৫ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আরিফ পেয়েছেন ১৩৬ ভোট ও তরিকত ফেডারেশনের মুজিবুর রহমান মানিক ফুলের মালা পেয়েছেন ২৮৯ ভোট।

 

তবে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে ভোটের মূল লড়াই ছিল নৌকা-লাঙ্গলের প্রার্থীর মধ্যে। কারণ নৌকার প্রার্থী টানা ১০বছর পর নৌকা প্রতীক পেয়েছেন এবং ১৫ বছর পর সেই নৌকা প্রতীক নিয়ে জয়ের স্বাদ নেয়ার জন্য মড়িয়া ছিলেন। তবে লাঙ্গল প্রতীকের প্রার্থী টানা দুবার মহাজোটের প্রার্থী হিসেবে জয়ী হওয়ার পর দ্বাদশ সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে হ্যাট্রিক করতে গিয়ে নৌকার প্রতীকের প্রার্থীর কাছে শোচনীয় পরাজয় বরণ করেছেন।

 

তবে দীর্ঘদিন ধরেই সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের একটি প্রত্যাশা ছিল নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা। কারণ টানা ১০ বছর লাঙ্গলের সাংসদের শাসন আমলে অবহেলিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

শেষতক বাংলাদেশ আওয়ামীলীগ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রত্যাশাকে প্রধান্য দিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত করেন ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লক্ষাধিক ভোটে নির্বাচিত সাবেক সাংসদকে টানা ১০ বছর পর নৌকা প্রতীকে মনোনীত করে তাকে ফের আসনটি পুনরুদ্ধার করার সুযোগ করে দেন।

 

আর সে সুযোগ কাজে লাগাতে নৌকার মনোনয়নের সাথে সাথে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের রাজনৈতিক দৃশ্যপট পাল্টে গিয়ে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা নৌকার প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হন। যার ফলশ্রুতিতে গতকাল ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী কায়সার হাসনাতের কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয় লাঙ্গল প্রতীকের প্রার্থী লিয়াকত হোসেন খোকার। এস.এ/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন