‘নৌকা নেই, তবু শেখ হাসিনার কথায় ভোট দিয়েছি’
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:২৫ পিএম
# শিশুবাগ ভোটকেন্দ্রে ভোট দিলেন মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার জন্য ভোটটা দিলাম, এখানে নৌকা তো নেই, তবু শেখ হাসিনার কথায় ভোট দিতে এসেছি।
গতকাল রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে তার বাড়ির পাশে দেওভোগ শিশুবাগ স্কুল কেন্দ্রে তিনি ভোট দিতে যান। পরে ভোটকেন্দ্র থেকে বের হয় সেলিনা হায়াৎ আইভী নেতা-কর্মীদের বলেন, তোমরা শেখ হাসিনার কথা চিন্তা করে ভোট দাও।
যারা এখনো ভোট দাওনি দ্রুত ভোট দাও। যেহেতু আমাদের প্রার্থী নেই তাই মন খারাপের কিছু নেই। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জ্বল প্রমুখ। এন. হুসেইন / জেসি


