সুজনের ২য় মৃত্যুবার্ষিকীতে বন্ধুমহলের উদ্যোগে দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্ধু মহলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ জানুয়ারি) চাঁনমারী রেল লাইন জামে মসজিদে মরহুম মিজানুর রহমান সুজনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি মরহুম সুজনের পিতা মোজাম্মেল হক চৌধুরী মন্টু, মরহুমের বন্ধুমহলের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক ভূঁইয়া তানভীর, নূরে-আলম রঞ্জু, আইন বিষয়ক সম্পাদক হাবিবুল্লা রানা, দপ্তর সম্পাদক নাজিম মৃধা, জায়েস, রুবেল, আরমান, রেজা, আরিফসহ অসংখ্য বন্ধুগণ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


