Logo
Logo
×

রাজনীতি

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন গোলাম দস্তগীর গাজী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০২:৫২ পিএম

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন গোলাম দস্তগীর গাজী
Swapno


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। সোমবার (৮ জানুয়ারি) গণভবনে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রূপগঞ্জ বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোলাম দস্তগীর গাজী।

 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের শাহজাহান ভূঁইয়া পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট। 

 

 

আসনটিতে সোনালী আঁশ প্রতীকের তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার মাত্র ৩ হাজার ১৯০ ভোট পেয়ে তৃতীয় হন।  এবার জেলায় সর্বোচ্চ ৫৫ দশমিক ১৪ শতাংশ ভোট পড়েছে গোলাম দস্তগীর গাজীর নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে।  এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন