Logo
Logo
×

রাজনীতি

মন্ত্রীত্বে শামীম ওসমানের অপূর্ণতা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম

মন্ত্রীত্বে শামীম ওসমানের অপূর্ণতা
Swapno

 

বাংলাদেশের সবচেয়ে আলোচিত তেজোদীপ্ত রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের যাকে কাণ্ডারীবলা চলে নারায়ণগঞ্জ-৪ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য শামীন ওসমান। টানা তিনবারের মত এমপি নির্বাচিত হলেন তিনি। তবে এর আাগেও তিনি এমপিত্বের স্বাদ নিয়েছেন। যাকে এক নামে সারাদেশের মানুষ চিনে। এমনকি এই আওয়ামী লীগের প্রভাবশালী এই এমপির খেলা হবে ডায়লগ দেশ ছাড়িয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয়তা পায়।

 

বিভিন্ন সময় সে নানা কারণে পজিটিব নেগেটিব ঘটনার মাধ্যমে আলোচনায় থাকেন এমপি শামীম ওসমান। তিনি আলোচনায় থাকতে পছন্দ করেন। সদ্য  অনুষ্ঠিত হওয়া নির্বাচনে এক ভিন্ন ঘটনায় তাকে নিয়ে সমালোচনা তৈরী হয়েছে। আর তা হলো ফতুল্লার দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জাল ভোটের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে এমপি শামীম ওসমানের দুই কর্মী দুই বছরের কারাদন্ডে দন্ডিত হয়েছে। যা ব্যাপক আকারে নির্বাচনী মাঠে প্রভাব ফেলেছে। যদিও তার বিপক্ষে তেমন কোন শক্তিশালী প্রার্থী ছিলেন না। তিনি নিজেও জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন।

 

এদিকে নারায়ণগঞ্জের ৫টি আসন সহ সারাদেশে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে তাদের নাম প্রকাশ করে নির্বাচন কমিশন সচিব গেজেট প্রকাশ করেছে। আজ জাতীয় পার্টি নির্বাচিত ব্যতীত সকল এমপিরা শপথ গ্রহন করছেন। নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহনের পর পরই আলোচনা মন্ত্রী পরিষদ গঠন নিয়ে। ২০১৮ সনের একাদশ নির্বাচনে নারায়ণগঞ্জ থেকে প্রথমবারের মত আওয়ামী লীগ থেকে বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে মনোনীত হন নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী।

 

যদিও তখন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে মন্ত্রীত্বের দাবী জানিয়েছেন তার সমর্থকরা। তবে সদ্য নির্বাচিত এমপি শামীম ওসমান বিভিন্ন সভা সমাবেশে বলেছেন তাকে মন্ত্রীত্ব হওয়ার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল কিন্তু তিনি তা নেন নাই। তবে এবারও নবগঠিত মন্ত্রী পরিষদে সাংসদ শামীম ওসমানের নাম প্রস্তাবের দাবী জানিয়েছে তার কর্মী সমর্থকরা।

 

এছাড়া দলীয় সূত্রবলছে, ২০২২ সনের ২৩ অক্টোবর অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে সাংসদ শামীম ওসমান জেলা আওয়ামী লীগের সভাপতি হতে যাচ্ছেন সেই আশা নিয়ে তার কর্মী সমর্থকার সম্মেলনে আসেন। কিন্তু যখন পূর্বের কমিটি বহাল রাখা হয় তখন তিনি সহ তার কর্মী সমর্থকরা হতাশ হয়ে বাড়ি ফিরেন। তখন দলের মাঝে গুঞ্জন উঠে এমপি শামীম ওসমান জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আসার জন্য দলীয় হাই কমান্ডের কয়েকজনকে ম্যানেজ করেও ব্যর্থ হন।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আসার স্বাদ আর তার হলো না। এখন নতুন মন্ত্রী পরিষদে তাকে পেতে চান এমন ব্যানার পোস্টার লিখে তার কর্মী সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবী তুলেছেন। তাই রাজনৈতিব বোদ্ধমহলে প্রশ্ন উঠেছে এমপি শামীম ওসমানের জীবনে কি অপূর্ণতা রয়েছে। কেননা এক জীবনে তিনি টানা তিনবারের সংসদ সদস্য সহ চার বার এমপি হয়েছেন।

 

দলীয় সুত্র মতে, টানা তিনবারের এমপি শামীম ওসমান সফল ভাবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। যার ফলে, তিনি ১৯৯৬ সনে সপ্তম সংসদ নির্বাচনে প্রথমবারের মত এমপি নির্বাচিত হন তিনি। তখন শুরু হয় তাঁর জীবনের এক নতুন অধ্যায় । তারপরের বছর ১৯৯৭ সনে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান। পাঁচ বছরের জন্য জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

প্রাচ্যের ড্যান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জে সেই সময় টানবাজার পতিতালয় উচ্ছেদ করে আলোচনা আসেন শামীম ওসমান। তখন তিনি ছিলেন রক্তগরম থাকা এক যুবক। পুরো জেলা তার নিয়ন্ত্রনে ছিল। যদিও এখন আর সেই আগের আদিপত্য তার নেই।

 

জানা যায়, রাজনীতি প্রতিক্রিয়ায় ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার হেরে গেলে শুরু হয় ক্ষমতার পালা-বদল। তখন দেশ ছেড়ে পালাতে হয় বর্তমান সাংসদ শামীম ওসমানকে। একা হয়ে পড়েন তিনি। জীবনের প্রায় আটটি বছর ভারত ও কানাডায় অতিবাহিত করেন। পরে ২০০৮ সনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সাংসদ শামীম ওসমান দিন শেষে ২০০৯ সালে আবার নারায়ণগঞ্জে ফিরে আসেন। বন্দর নগরীতে আসার পর আবারও রাজনীতিতে প্রভাব বিস্তার করেন।

 

তবে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি মেয়র নির্বাচনে তৎকালীন জনপ্রিয় মেয়র সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন তিনি। যদিও এই পরাজয়কে আজও তিনি ভুলতে পারেন নাই। এখনো মেয়রের চেয়ারে বসার অপূর্ণতা হ্যাট্রিক এমপি শামীম ওসমানের রয়েছে। সুযোগ পেলে তার হাতছানি তিনি করবেন না বলে মনে করেন তারই দলের নেতা কর্মীরা। অবশেষে কেন্দ্রীয় কমিটি ২০১৪ সালে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন শামীম ওসমান।

 

তারপর থেকে দশম, ২০১৮ সনে একাদশ সর্বশেষ ২০২৪ সনে দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সফলভাবে বিজয় লাভ করে বর্তমান সময় পর্যন্ত ধারাবাহিক ভাবে ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন।

 

এমপি শামীম ওসমান এই মহান রাজনীতিবিদ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারে ১৯৬১ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আবুল খায়ের মোহাম্মাদ শামসুজ্জোহা এবং মায়ের নাম নাগিনা জোহা। পরিবারিক ভাবে ওসমান পরিবারে জন্মগ্রহণ করায় নামের শেষে যোগ হয় এ পদবি।

 

কোনো মানুষ সমালোচনার উর্ধ্বে নয় ঠিক এই তেজোদ্বীপ্ত রাজনীতিবিদ শামীম ওসমান ২০১৩ সালে ছাত্র তানভীর মোহাম্মাদ ত্বকী নিখোঁজের ঘটনায় ওসমানের পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠে। ত্বকী হত্যার প্রতিবাদে এখনো প্রতিমাসের ৮ তারিখ মোমবাতি প্রজ্বালন জালিয়ে বিচারের দাবী জানিয়ে আসছেন।

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতে উত্তর বলয়ের প্রভাবশালী নেতা শামীম ওসমানের ব্যাপক প্রভাব রয়েছে। দলীয় কমিটি গঠন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে তার প্রভাব ফুটে উঠে। তবে সদ্য অনুষ্ঠিত নির্বাচনের নির্বাচিত এমপিরা শপথ গ্রহনের পর মন্ত্রী পরিষদে শামীম ওসমান কি কোন মন্ত্রীত্ব পাবেন তা নিয়ে আলোচনা চলছে।

 

কেননা তিনি তার এখনো তিনটি জায়গায় অপূর্ণতা রয়েছে। আর তা হলো জেলা আওয়ামী লীগের সভাপতি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদের চেয়ারে বসার স্বাদ এবং মন্ত্রী পরিষদে যাওয়া। তার এই তিনটি অপূর্ণতার মাঝে এই মুহুর্তে মন্ত্রীত্ব পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। তাই প্রশ্ন উঠেছে তিনি কি আওয়ামী লীগের মন্ত্রী পরিষদে গিয়ে মন্ত্রীত্বের অপূর্ণতা তার পূরণ হবে। আর এজন্য আর কয়েক দিন অপেক্ষা করতে হবে। এস.এ/জেসি   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন