Logo
Logo
×

রাজনীতি

আজমেরী ওসমানের নির্দেশে প্রধানমন্ত্রীর সমাবেশে মিছিল নিয়ে যোগদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৮:২৪ পিএম

আজমেরী ওসমানের নির্দেশে প্রধানমন্ত্রীর সমাবেশে মিছিল নিয়ে যোগদান
Swapno


১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামীলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে নারায়ণগঞ্জ পাচঁ আসনের চার বারের নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র যুবনেতা আজমীর ওসমানের নির্দেশে শত শত নেতাকর্মী নিয়ে যোগদান করেন।

 

 

গতকাল বুধবার (১০ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ থেকে যুবনেতা আজমীর ওসমানের নির্দেশে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ৪০টি হায়েস গাড়ি ও ১০টি প্রাইভেট গাড়িতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্তরে জড়ো হয়ে সেখান থেকে প্ল্যাকাড, ফ্যাটুন নিয়ে আনন্দ মিছিল করে সমাবেশে যোগদান করেন।

 


এসময় নেতাকর্মীরা বলেন, আজ বাংলাদেশের মানুষের একটি আনন্দের দিন। কারন প্রধান দ্বাদশ সংসদ নির্বাচনের যে সকল এমপি নির্বাচিত হয়েছে তাদের সকলের শপথ নিয়েছে। আমরা প্রধান মন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদান করছি। প্রধান মন্ত্রী যদি শেখ হাসিনা না হতো তাহলে দেশের সাধারন মানুষ ভালো থাকতে পারতো না। তাই শেখ হাসিনার সরকার বার বার দরকার। শেখ হাসিনা মানে উন্নয়ন।

 

 

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবরীগের নেতা ও ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ¦ কাজী আমির, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ প্রধান মো: নাসির উদ্দিন, মো: আকতার নূর, মো: মনির হোসেন মো: খায়রুদ্দীন মোল্লা, রহমত উল্লাহ, রেজা হোসেন, সেন্টু রহমান, সুমন, ইফতি প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন