Logo
Logo
×

রাজনীতি

সেলিম ওসমান কোন দিকে যাবেন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০৮:৪৩ পিএম

সেলিম ওসমান কোন দিকে যাবেন
Swapno

 

সদ্য অনুষ্ঠিত হওয়া দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ সহ সারা দেশের ২শ’৯৮ জন নির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহন করেছে। গতকাল ১১ জানুয়ারি বর্তমান সরকারের মন্ত্রী পরিষদের ২৫ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহন করেছে। কিন্তু সংসদে বিরোধী দল হিসেবে কারা থাকছে তা এখনো পরিষ্কার হয় নাই।

 

যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন তারা একাদশ নির্বাচনের পরে সংসদ বিরোধী দল হিসেবে ছিলেন, এবারও থাকতে চান। তবে তারা বিরোধী দল হিসেবে সংসদে কাগজে কলমে থাকলেও তাদের ভুমিকা বিরোধী দলের মত ছিল না বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারই ধারাবাহিকতায় সরকারের বিগত সময়ে জাতীয় পার্টি থেকে দুজন সংসদ সদ্যস থাকলেও তারা আওয়ামী লীগেরই গুনগান গেয়ে সময় পার করেছে। কিন্তু সংসদে তারা বিরোধী দলের হয়ে ভুমিকায় ছিলেন।

 

এদিকে সদ্য শেষ হওয়া নির্বাচনে নারায়ণগঞ্জে জাতীয় পার্টি থেকে ১ আসন পেয়েছে। আর তা হালো নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান উপ নির্বাচান সহ টানা তৃতীয়বারের মত সংসদ সদস্য হয়েছেন। তিনি ২০১৮ সনের একাদশ নির্বাচনের পর শপথ নিয়ে সংসদে বিরোধী দলের এমপি হিসেবে ভুমিকা পালন করেছেন। কিন্তু এবারের নির্বাচনের পর ইতোমধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু সংসদে এবার জাতীয় পার্টি বিরোধী দলের ভুমিকায় থাকবে কি না তা নিয়ে রয়েছে ধোয়াশা।

 

তাছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনের এই এমপি সেলিম ওসমান এবারের নির্বাচনে প্রচারনায় গিয়ে বলেছেন, তিনি দলমত উর্ধে গিয়ে কাজ করেন। তার কাছে কোন আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি বলে কোন ভেদাভেদ নেই। তবে তার এই মন্তব্যের সাথে একমত নন রাজনৈতিক সচেতন মহল।

 

অপরদিকে জানা যায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের চমকপ্রদ ইতিহাস রয়েছে। এই পরিবারের তিন ভাই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালের এপ্রিলে নাসিম ওসমানের আকস্মিক মৃত্যুতে সেলিম ওসমানের সাংসদ হওয়ার সুযোগ আসে। ২০১৪ সনে নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে নির্বাচিত হয়ে সাংসদ হন এই ব্যবসায়ী নেতা। কেননা এর আগে নারায়ণগঞ্জের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি সব কিছুতেই তার একচ্ছত্র আধিপত্যের অভিযোগ রয়েছে।

 

তিনি এমপি হওয়ার পরেও এখনো পর্যন্ত ব্যবসায়ী সংগঠন বিকেএমই এর সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তবে সাংসদ হওয়ার আগেই বড় ভাই নাসিম ওসমান ও ছোট ভাই শামীম ওসমানের প্রভাবকে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের ব্যবসা বাণিজ্যকে নিজের কব্জায় নেন তিনি। পরবর্তীতে ২০১৮ সনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির মহাজোট থাকায় এই আসনটিতে তিনিই মনোনীত হয়ে সংসদ সদস্য হিসেবে দ্বিতীয়বারের মত এমপি নির্বাচিত হন।

 

তবে ওই নির্বাচনে শপথ নেয়ার পর তিনি জাতীয় পার্টির দলের নেতা হওয়ায় সংসদে বিরোধী দল হয়ে ভুমিকা পালন করেছেন। যদিও সরকারি দলের বিপেক্ষ গিয়ে মানুষের অধিকার আদায়ে তেমন কোন আন্দোলনে ছিলেন না তারা। উল্টো সরকারি দলের পক্ষে ভুমিকা পালন করেছে। তবে সদ্য শেষ হওয়ায় দ্বাদশ সংসদে তিনি কোন ভুমিকায় থাকবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ব্যবসীয় মহলে। যেহেতু তিনি দুই জায়গাতেই রয়েছেন।

 

দলীয় সুত্র বলছে, শিক্ষা প্রতিষ্ঠান করায় সাংসদ সেলিম ওসমানের যেমন অনেক শুনাম রয়েছে তেমনি এই শিক্ষা সেক্টরে তার বিতর্ক রয়েছে। শামীম ওসমানের ভাই জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমান সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০১৬ সালে। ২০১৬ সালের ১৩ মে সেলিম ওসমানের সামনে একজন প্রবীণ শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ওই ঘটনার পরও নানাভাবে হেনস্থার শিকার হতে হয় তাকে।

 

জনসমক্ষে স্কুল শিক্ষকের অপমান সে সময় দেশব্যাপী প্রতিবাদের জন্ম দিয়েছিল। ক্ষুব্ধ করেছে মানুষকে। তখন এই শিক্ষককে হেনস্থা করার অভিযোগের তীর তার দিকে উঠে। তখন র্ধমীয় বিষয় নিয়ে সেলিম ওসমানের পক্ষে হেফাজত মাঠে নামায় তিনি রক্ষা পান। এই বির্তক থেকে তিনি ঊর্ধ্বে নন।  

 

জানা যায়, এবারের নির্বাচনী প্রচারনায় গিয়ে সাংসদ সেলিম ওসমান নিজে বলেছেন, আমিও নৌকার মনোনয়ন চেয়েছি। নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকা না দেয়ায় আওয়ামী লীগের কয়েকজন নেতা কষ্ট পেয়েছেন। কিন্তু নেত্রী কেন এখানে নৌকা দিলেন না। আমার কাছে কোন দল নেই। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির সহ সকল দলের ঊর্ধ্বে গিয়ে আমি কাজ করে যেতে চাই।

 

তবে নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমানকে নির্বাচিত করার জন্য প্রতিবারের ন্যায় এবারও জেলা মহানগর আওয়ামী লীগের নেতারা কাজ করেছেন। তিনি জাতীয় পার্টির হলেও তাকে নির্বাচিত করার জন্য জাতীয় পার্টির নেতাদের তেমন কোন ভূমিকা ছিল না। তবে তিনি সাংসদ শামীম ওসমানের মত জনপ্রিয় নেতা না হওয়া তার তেমন কোন নাম ডাক নেই। কিন্তু তিনি তার নির্বাচনী এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে ব্যাপক আলোচনায় রয়েছেন।

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যেই সেলিম ওসমান গতবার নির্বাচনে পর সংসদ বিরোধী দলের ভুমিকায় থেকেও সরকারি দলের বিপক্ষে কোন গিয়ে মানুষের অধিকার আদায়ে কোন ভুমিকা রাখতে পারেন নাই, সেখানে এবার তিনি কোন ভুমিকায় থাকবেন তা নিয়ে প্রশ্ন তুলেন রাজনৈতিক সচেতন মহল। এস.এ/জেসি     

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন