Logo
Logo
×

রাজনীতি

এবারও মন্ত্রী করা হলো না সমর্থকরা হতাশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮ পিএম

এবারও মন্ত্রী করা হলো না সমর্থকরা হতাশ
Swapno

 

# তিন কারণে বেশ আশবাদী হয়ে উঠেছিলেন তার সমর্থকদের অনেকে
# তার বিরোধীরা মনে করেন একটি এলাকা চালানো আর দেশ চালানো এক নয়

 

 

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানকে এবারও মন্ত্র্রী করা হলো না। তার কর্মীরাতো বটেই নারায়ণগঞ্জবাসীর অনেকেই এবার ধারণা করেছিলেন শামীম ওসমানকে এবার মন্ত্রী করা হবে। কেনো না তারা মনে করেন কয়েকটি কারণে শামীম ওসমানকে মন্ত্রী করা হবে বলে অনেকে ধারণা করেছিলেন।

 

তার মাঝে অন্যতম কারণগুলি হলো- ১) এবার নির্বাচনের আগে গত এক বছর দলের দুঃসময়ে শামীম ওসমান দলের জন্য ব্যাপক ভূমিকা পালন করেছেন। তিনি মার্কিন ভিসা নীতির তোয়াক্কা না করে নিজের কর্মী সমর্থকদের নিয়ে রাজপথে থেকে দলের নেতা কর্মীদের সাহস জুগিয়েছেন। রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশগুলিতে বিপুল সংখ্যক লোকজন নিয়ে যোগ দিয়েছেন।

 

২) টেলিভিশন টকশোগুলিতে তিনি দলের পক্ষ্যে জোরালো বক্তব্য রেখেছেন। প্রতিপক্ষকে তিনি তার দলের পক্ষে যুক্তি দিয়ে হারানোর চেষ্টা করেছেন।

 

৩) বিগত এক বছরে যখন আওয়ামী লীগের অনেক নেতাই নানা ভয়ে মুখ খুলেন নাই এবং কথা বলেছেন সাবধানে তখন শামীম ওসমান দলের পক্ষ্যে কথা বলেছেন অনেকটাই বেপরোয়া ভাবে। এছাড়াও তিনি নারায়ণগঞ্জে বিএনপিকেও বেশ দাবড়ানির মাঝে রেখেছেন। তাই অনেকে মনে করেছিলেন এবার হয়তো শামীম ওসমানকে মন্ত্রী করা হবে।

 

কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো সেটা আর হলো না। তাই নারায়ণগঞ্জের অনেকে এখন মনে করেন শামীম ওসমানকে আসলে একজন লাঠিয়াল হিসাবে ব্যবহার করা হচ্ছে। তারা আরো মনে করেন সরকার ইচ্ছে করলে শামীম ওসমানের জায়গায় অন্য কাউকে প্রতিষ্ঠা করতে পারতো বা দলের মনোনয়ন দিতে পারতো। কিন্তু শামীম ওসমানের একটা ‘রাফ এন্ড টাফ’ ইমেজ রয়েছে। আর এই ইমেজের কারনেই তাকে বার বার মনোনয়ন দিচ্ছে সরকার। প্রয়োজনে গরম বক্তৃতা দিতে এবং মাঠ কাঁপাতে হয়তো তাকে দরকার।

 

কিন্তু তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের দায়িত্ব দিলে সেটা চালাতে তিনি ব্যর্থ হবেন বলেই মনে করে সরকার। কারণ একটি বিশেষ সংসদীয় এলাকা নিয়ন্ত্রন করার আর সারা দেশ নিয়ন্ত্রন করা তথা দেশের একটি মন্ত্রনালয় নিয়ন্ত্রন করা এক বিষয় নয়। মন্ত্রনালয় চালানোর মতো ঠান্ডা মাথার মানুষ তিনি নন বলেই মনে করেন নারায়ণগঞ্জে তার বিরোধী শিবিরের লোকজন। যদিও আওয়ামী লীগের রাজনীতিতে শামীম ওসমানের তুলনায় অনেক জুনিয়র নেতারাও মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন