Logo
Logo
×

রাজনীতি

সরকার তিন চার মাসের বেশি টিকবে না : এড.সাখাওয়াত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০৯:১৯ পিএম

সরকার তিন চার মাসের বেশি টিকবে না : এড.সাখাওয়াত
Swapno

 

# এখন নব্বই শতাংশের বেশি মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়, এটা প্রমাণিত

 

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব এডভোকেট সাখাওয়াৎ হোসেন খান বলেছেন, এই মুহুর্তে দেশের নব্বই শতাংশের বেশি মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। এটা প্রমান হয়েছে ৭ জানুয়ারীর নির্বাচনের মধ্য দিয়ে। আমাদের ডাকে সারা দিয়ে দেশের নব্বই শতাংশের বেশি মানুষ ভোট বর্জন করেছে। তাই আমরা মনে করি ৩/৪ মাসের বেশি এই সরকার টিকবে না ইনশাআল্লাহ। কারণ দেশের মানুষের কাছেতো বটেই সারা পৃথিবী এই ডামি নির্বাচনকে প্রত্যাক্ষ্যান করেছে।

 

এডভোকেট সাখাওয়াত হোসেন আরো বলেন, আমরা সারা দেশের জনগনকে আহ্বান জানিয়েছিলাম তারা যেনো এবারের এই ডামি নির্বাচনে ভোটে না দেন। দেশের মানুষ এই অবৈধ সরকার ও একতরফা নির্বাচনের বিরুদ্ধে অভূতপূর্ব ঐক্য দেখিয়েছে। বার বার জোর করে রাষ্ট্র ক্ষমতায় এসে আওয়ামী লীগ তাদের নিজেদের যে সমর্থন ছিলো সেটাও হারিয়েছে। যার ফলে সাংগঠনিক ভাবে দেশের ঐতিহ্যবাহী এই দলটি ধ্বংস হয়ে গেছে।

 

গতকাল তিনি এই প্রতিনিধির সাথে সাক্ষাৎ করে আলাপকালে এসব কথা বলেন। এ সময় সাখাওয়াৎ হোসেন নারায়ণগঞ্জ জেলার জনগনের উদ্দেশ্যে আরো বলেন, ৭ জানুয়ারীর নির্বাচনে আপনারা যে ভোট কেন্দ্রে না গিয়ে সরকারের এবং নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়েছেন এতে পরিষ্কার হয়েছে এই সরকারের এই অগণতান্ত্রিক আচরন আপনারা ঘৃনা ভরে প্রত্যাখ্যান করেছেন। তাই আপনাদের এই একতা একদিন এ দেশকে রক্ষা করবে বলেই আমি বিশ্বাস করি।

 

সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার এবং তাদের আয়ু সর্বোচ্চ ৩/৪ মাস। আপনারা নিশ্চয়ই আরো বুঝতে পেরেছেন এই সরকার এ দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। দেশের প্রায় দেড় কোটি মানুষ বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে। তারা দেশে রিমিট্যান্স পাঠাচ্ছে। দেশের আরো দুই কোটি ছেলেমেয়ে সারা দিনরাত পরিশ্রম করে গার্মেন্টস এবং অন্যান্য কল কারখানায় কাজ করছে। এভাবে পরিশ্রম করে মানুষ এ দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে। কিন্ত আওয়ামী লীগ লুটপাট করে দেশে সম্পদ বিদেশে পাচার করছে।

 

বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিন ভাগের দ্ইু ভাগ নাই হয়ে গেছে। সরকার সমর্থক ব্যবসায়ী সিন্ডিকেট দ্রব্যমূল্য বাড়িয়ে দেশের আপামর জনসাধারণকে না খাইয়ে মারার উপক্রম করেছে। দেশের প্রায় চার কোটি মানুষ ঠিক মতো দুই বেলা খেতে পাচ্ছে না। অথচ সরকার দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে লুটপাটের রাজত্ব্য জারি রাখান জন্য আবারও একতরফা একটি ডামি নির্বাচন করলো যা কিনা দেশে বিদেশে তীব্র সমালোচনার মুখে পরেছে।

 

ফলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক হিসাবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, যতো জুলুম নির্যাতনই চালানো হোক না কেনো বিএনপি আপনাদের পাশে থাকবে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জীবন দিয়ে হলেও এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন