Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমানের এসব পদক্ষেপ দেরীতে কেন?

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম

শামীম ওসমানের এসব পদক্ষেপ দেরীতে কেন?
Swapno

 

নারায়ণগঞ্জ আওয়ামী লীগে যার নাম এক বাক্যে সকলে চিনেন। এমনকি তার ডাকে যে কোন সময় লক্ষাধিক লোক উপস্থিত হয়। এছাড়া তার দেয়া  “খেলা হবে” ডায়লগ সারাদেশ ছাড়িয়ে ভারত ব্যপক পরিচিত পেয়েছে। তিনি এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবারের মত নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

 

আর তিনি হলেন আওয়ামী লীগের প্রভাবশালী সাংসদ শামীম ওসমান। এই জনপ্রতিনিধির অনুসারীরা রাজপথে স্লোগান দিয়েও কম্পন তৈরী করে। এছাড়া তিনি বিভিন্ন সভায় বলে বেড়ান ফতুল্লাকে নতুন বউয়ের মত করে সাজানো হবে। কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা যায়। অথচ ফতুল্লাবাসীর অভিযোগ তারা বছর জুড়ে পানিতে ডুবে থাকে।

 

এদিকে এমপি শামীম ওসমান নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় গিয়ে প্রচারনায় দেয়া প্রতিশ্রুতি নিয়ে সোমবার রাতে নারায়ণগঞ্জের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন অপরাধ সংঘটিত হয় অপরাধীদের নির্মূল করার জন্য মাঠে নামার ঘোষনা দিয়েছেন।

 

এমপি শামীম ওসমান বলেন, আমি নির্বাচনের আগে আল্লাহর ঘর শপথ করে বলেছি এবার নির্বাচিত হয়ে নারায়ণগঞ্জ-৪ এবং নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মাদক মুক্ত করবো। এছাড়া আমি নির্বাচনে প্রচারনায় গিয়ে বলেছি মাদক, সন্ত্রাস টেরোরিজম, ইভটিজিং, ভূমি দস্যূ,চাদাঁবাজি বন্ধ করবো।

 

মাদক থেকে কিশোর গ্যাং, কিশোর গ্যাং থেকে সন্ত্রাস, সন্ত্রাস থেকে চাদাঁবাজি, চাদাঁবাজি থেকে ভুমি দস্যু তৈরী হয়। আর এই ভাবে সমাজের মাঝে অপরাধীরা ছড়িয়ে পরে। এদের সাথে রাজনীতিবিদরা জরিত রয়েছে। খুজলে দেখা যাবে আমার সাথে থাকা লোক জড়িত আছে। আমি শিউর হয়ে বলছি।

 

তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন শ্রেনীর পেশার হোয়াইট কালারের লোক জড়িত আছে। দেখা যাবে এই অপরাধীদের বেকআপ দেয়ার জন্য প্রশাসনের লোক জড়িত আছে। আর এই অপরাধ বন্ধ হবে না কেন। আমি কাউকে কেয়ার করি না। আমি এই সকল অপরাধের বিরুদ্ধে মাঠে নামতে চাচ্ছি। আমাকে নারায়ণগঞ্জের সিনিয়র সাংবাদিকরা কথা দিয়েছেন তারা আমার পাশে থাকবেন। সাংবাদিক ভাইয়েরা আমাকে সহযোগিতা করবেন।

 

জানা যায়, ১৯৯৬ সনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে প্রথমবারের মত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন শামীম ওসমান। তখন এমপি হয়ে তিনি নারায়ণগঞ্জের ব্যাপক পরিচিত টানবাজারের পতিতালয় উচ্ছেদ করে সারাদেশে আলোচনায় আসনে। সেই সাথে তার এই কাজকে সারা দেশবাসী তথা আলেম সমাজ সাধূবাদ জানান। এমনকি নগরবাসীও তাকে শুভেচ্ছা জানান।

 

নগরবাসী জানান, নারায়ণগঞ্জ বিভিন্ন কারণে সারাদেশে পরিচিত হয়ে রয়েছেন। তার মাঝে রাষ্ট্রের বিশ পার্সেন্ট অর্থের জোগান যায় নারায়ণগঞ্জ। যা নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান ও এমপি সেলিম ওসমান নিজেও বলেছেন। সাংসদ শামীম ওসমান টানা দশ বছর যাবত এমপি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

 

কিন্তু নগরবাসী প্রশ্ন তুলেন এত বছর এমপি থেকেও কেন তিনি সন্ত্রাস, মাদক, চাদাঁবাজি, ভুমিদস্যুতা বন্ধ করতে পারেন নাই। কিংবা তিনি এতো দিন কেন এই সকল অপরাধীদের বিরুদ্ধে মাঠে নামার ঘোষনা দেন নাই। নগরবাসির এই প্রশ্নের জবাব কি আদৌ কি মিলবে।

 

অপরদিকে তাছাড়া তিনি এই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন ২০১৮ সনের নির্বাচনের প্রচারনায় গিয়েও এমপি শামীম ওসমান বলেছেন। কিন্ত কাজের বেলায় দেখা যায় তার এই কথা ফাকা বুলি ছাড়া আর কিছুই নয়। সচেতন মহল বলছে, নারায়ণগঞ্জে যখন এসপি হিসেবে বর্তমান ডিবির প্রধান হারুন অর রশিদ দায়িত্ব পালন করেছেন তখন অপরাধীরা এলাকা ছেড়ে পালিয়েছে।

 

কেননা তিনি যখন অভিযান পরিচালনা করেছেন তখন কোন অপরাধী ছাড় পান নাই। এমনকি একাধিক জনপ্রতিনিধিও চাদাঁবাজি, মাদককারবারি মামলায় গ্রেপ্তার হয়েছেন। তখন গুঞ্জন উঠেছে নাসিক এক কাউন্সিলর গ্রেপ্তার হলে তাকে ছাড়ানোর জন্য তিনি এসপি অফিসে গিয়ে ধ্যান দরবার করেও হতাশ হয়ে ফিরে আসেন। কেননা ওই জনপ্রতিনিধি তার অনুসারি হিসেবেও পরিচিত।

 

শামীম ওসমানের বলা মাদক, সন্ত্রাস, ইভটিজিং, ভূমি দস্যূ,চাদাঁবাজি বন্ধ করার ঘোষণা দিয়েছেন। তিনি নিজেই বলেছেন এদের কারা বেকাআপ দেয়। প্রশাসন অপরাধীদের বেকাআপ দেয়। তার এমন উদ্যোগকে নগরবাসি তথা রাজনৈতিক বিশ্লেষকরা সাধুবাদ জানিয়েছেন। কিন্তু তারা প্রশ্ন এই সকল অপরাধের সাথে এমপির কাছের লোকজনই জড়িত রয়েছে। যা তিনি নিজেও নিশ্চয়তা দিয়ে বলেছেন।

 

তাহলে তার কাছের লোকদের বিরুদ্ধে সত্যিকার অর্থে তিনি কতটুকু ব্যবস্থা নিতে পারবেন। সাংসদের এই ঘোষনা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে সন্দেহান সচেতন মহল। এছাড়া রাজনৈতিক বোদ্ধমহল প্রশ্ন তুলেন,এতো দেরিতে কেন তিনি মাদক, সন্ত্রাস,চাদাঁবাজি বন্ধের জন্য ব্যবস্থা নিবেন। গত দশ বছরে কি করেছেন। তখনও তো ঘোষনা দিয়ে কোন ব্যবস্থা নিতে পারেন নাই।এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন