মোগরাপাড়া ইউপি চেয়ারম্যানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:১৫ পিএম
সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের বেশকয়েকটি ওয়ার্ডে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৫ শতাধিক গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বেশকয়েকদিন ধরেই ধারাবাহিক ভাবে মোগরাপাড়া ইউনিয়নের ওয়ার্ডগুলোতে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
এ সময় উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মানিক মিয়া, ১নং ওয়ার্ড মেম্বার শিপন সরকার, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিক, তপন মাহমুদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


