১০ মামলায় সাখাওয়াত ও ৩ মামলায় আনোয়ার প্রধানের জামিন মঞ্জুর
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০৭:২১ পিএম
নারায়ণগঞ্জ সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার পৃথক দশটি মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানার পৃথক তিনটি মামলায় নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে তারা হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে এসব মামলায় তাদের জামিন মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান জানান, ফতুল্লা থানায় দায়েরকৃত ৪টি, সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত ৩টি, বন্দর থানায় দায়েরকৃত ২টি ও নারায়ণগঞ্জ সদর থানায় দায়েরকৃত ১টি মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলাম। তিনি আরও জানান, বৃহস্পতিবার নির্ধারিত দিনে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং এসব মামলায় স্থায়ী জামিন প্রদান করেন।


