নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে বছর জুড়েই আলোচনায় থাকেন তিন জনপ্রতিনিধি। তারা কখনো কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেন না। একে অপরের বিরুদ্ধে একের পর এক বিরুপ মন্তব্যে নগরীতে আলোচনার সৃষ্টি করে সেলিম ওসমান শামীম ওসমান ও আইভী। ২০১১ সনের নাসিক নির্বাচনে বর্তমান এমপি শামীম ওসমান দলের প্রার্থী হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। ওই নির্বাচনে শামীম ওসমান পরাজিত হন।
তখন ছিলেন ভাই-বোন। এখনও একে অপরকে বড় ভাই ছোট বোন বলে অবহিত করেন। তবে এই ভাই বোন রাজনৈতিক বাক-বিতন্ডে জড়িয়ে থাকেন বছরের পর বছর। এছাড়া আরেক বড় ভাইকেও দেখা গেছে আলোচনা নিয়ে ছোট বোনের সাথে কথা বলতে বিভিন্ন সময় প্রকাশ করতে। গতকালও এমন দৃশ্য দেখা গেছে। নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান নাসিক মেয়র আইভীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যা নিয়ে শহর জুড়ে ব্যাপক আলোচনা তৈরী হয়েছে। এমনকি রাজনৈতিক অঙ্গনেও এই আলোচনা প্রভাব ফেলছে।
এদিকে নারায়ণগঞ্জ প্রবীন রাজনীতিবিদরা মনে করেন যদি বড় ভাই ছোট বোন বিবাদ ভুলে এক সাথে কাজ করতেন তাহলে নারায়ণগঞ্জ হতো দেশের সর্ববৃহৎ উন্নতশীল জেলা। তাদের বিভেদ ভুলে এমপি সেলিম ওসমান ও মেয়র আইভীর এক টেবিলে বসাকে সেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন নগরবাসী।
এদিকে গতকাল ১৮ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবনের মেয়র আইভীর সাথে সাক্ষাৎ করেন এমপি সেলিম ওসমান। এ সময় তারা নানা বিষয় নিয়ে আলোচনা করেন। তার মাঝে নগরীর জানজট, হকার সমস্যা, শহরের ব্যাটারি চালিত অটো, মিশুকের স্টিকার বানিজ্য আলোচনায় উঠে আসে। তার আগে সাংসদ শামীম ওসমান শহরের ফুটপাত ইস্যুতে বলেন এই সমস্যা আমার ছোট বোন বললে আমি অল্প সময়ে সমাধান করে দিব। প্রয়োজনে উপর দিয়ে চলার ব্যবস্থা করে দিব।
জানা যায়, ২০১১ সনের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রথম নিবার্চনে আওয়ামী লীগ প্রার্থী ছিলেন বর্তমান এমপি শামীম ওসমান। তখন সতন্ত্র প্রার্থী ছিলেন বর্তমান মেয়র আইভি। ২০১৬ সনের নাসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জ ক্লাবে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন দুটি শাড়ি তুলে দেন।
‘খুশি’ হয়েছেন ‘ছোট বোন’ মেয়র আইভী শাড়ি দুটি গ্রহণ করেন। আরেক অনুষ্ঠানে বড় ভাই তার ছোট বোনকে শাড়ি দিতেই পারে জানিয়েছিলেন শামীম ওসমান। অথচ তারা বছর জুড়ে তখন এই ভাই বোন খ্যাত একে অপরের মাঝে বাক বিতন্ডতা লেগে থাকতো। যদিও এখন আর নেই।
অপরদিকে সম্প্রতি সময়ে তাদের মাঝে সুবাতাস বইছে। সাংসদ সেলিম ওসমান দীর্ঘদিন যাবৎ বলে আসছেন আমার ছোট বোন আইভীকে নিয়ে আমরা একটেবিলে বসবো। এক টেবিলে বসলে আশা করি নারায়ণগঞ্জের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। শামীম ওসমানের মাঝেও ঐক্যের সুবাতাস বইছে।
হকার ইস্যুতে নাসিক মেয়র আইভী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের দ্বন্দ্ব সমাধান করতে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানকে দায়িত্ব দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, মেয়র আইভী আমার ছোট বোন। আমি আশা করি সব সময় আমার পাশে তাকে পাব।
অপরদিকে বিভিন্ন সভায় দেখা গেছে মেয়র আইভী শামীম ওসমানকে ইঙ্গিত করে বলেছেন, ফুটপাতে যারা বসে তারা কাদের লোক নারায়ণগঞ্জের মানুষ জানে। নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়াম দখল করে আপনার বাবার নাম দিয়েছেন কেন, কি কারনে? সাবেক পৌরসভার সময় ৯ একর জমি দিয়েছেলো এই ওসমানী স্টেডিয়ামের জন্য। সেখান থেকে আপনি ৪ একর জমি দখল করে নিয়েছেন। সেই দখল করা জমিতে আপনি আপনার বাবার নাম দিয়েছেন। কেন দখল করেছেন? দখলের করার স্বভাবটা আপনি বন্ধ করুন।
এর জবাবে ভাই শামীম ওসমান বলেন, শহর থেকে নেত্রী আনা হয় খেলার জন্য। সেই নেত্রী আবার বলেন আমি (ভাই) নাকি দখলবাজ। তাছাড়া ২০২২ সনের ১৬ জানুয়ারি নাসিক নির্বাচনে মেয়র আইভী যেন নৌকার মনোনয়ন না পান তার জন্য এক বছর আগে থেকে তার বিরুদ্ধে ভুমিদস্যুতার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায় রাজপথে বিক্ষোভ মিছিল করেন। এমনকি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে বিভিন্ন পূজামন্ডপে মেয়রের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ তুলে কুৎসা রটান।
আর এই সকল কর্মকান্ড করেছেন শামীম ওসমানের অনুসারীরা। এছাড়া ২ বছর আগের নাসিক নির্বাচনে মেয়র আইভীর বিপক্ষ প্রার্থী তৈমুরের প্রসঙ্গ টেনে বলেছিলেন, তিনি ওসমান পরিবারের প্রার্থী। যদিও তৈমুর তা অস্বীকার করেছেন। তখন পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে ভাই বোনের বাকবিতন্ডতা ভালোই জমে উঠেছিল। যদিও এবারের সদ্য শেষ হওয়ায় নির্বাচনের আগে ভাই বোনের মাঝে শহনশীলতা দেখা যায়।
সেই সাথে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান নির্বাচনের প্রচারণায় গিয়ে বলেছেন ছোট বোন আইভীকে নিয়ে নগরকে তিনি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চান। সেই সাথে সিটি করপোরেশনকে মেট্রো পলিটন করতে চান। যা করার জন্য মেয়র আইভী দীর্ঘ দিন যাবৎ চেষ্টা করে আসছেন। তবে এবার বুঝি তা হতে যাচ্ছে। তাছাড়া রাজনৈতিক এবং নগরীর সচেতন মহল মনে করেন নারায়ণগঞ্জের উত্তর দক্ষিনের ভাই বোন এক হলে শহরের কোন সমস্যা থাকবে না। নগরবাসী একটি উন্নত শহর পাবে। এস.এ/জেসি


