কাশীপুরের আ.লীগ নেতাদের ১৭ বছরের অর্জন ৩২% এর কম
হাবিবুর রহমান
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩৩ পিএম
নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়েই অতিবাহিত হয়েছে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে দীর্ঘদিন যাবৎ চলছিলো নানা উৎকন্ঠ। তা ছাড়া এই নির্বাচন বানচাল করতে একটি মহল ছিল ব্যাপক তৎপর যাকে ঘিরে ভোট নিয়ে সাধারণ জনগনের মাঝে ছিল এক আতঙ্ক। অপরদিকে দেশের বড় বিরোধী দল বিএনপি নির্বাচনের দিনে ও হরতাল কর্মসূচি রেখেছিলেন কিন্তু তা বাস্তবায়ন করেনি।
যাকে ঘিরে শান্তিপূর্নভাবে নির্বাচন হতে দেখা গেলে ও কেন্দ্রগুলো দেখা গেছে নির্জন। কোন ভোটার ভোট দিতে যায়নি কেন্দ্রে কেন্দ্রে এমনটা অভিযোগ হওয়া গেছে। এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের আওতাধীন ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়ন এই ইউনিয়নের ভোটার সংখ্যা প্রায় ৭৭ হাজারের ও বেশি। তাছাড়া এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে রয়েছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল। যাকে ঘিরে বার বার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে থাকেন কাশীপুরের মাটি নৌকার ঘাঁটি।
সেদিকে লক্ষ্য করেই নেতাকর্মীদের দেখা গেছে নানাভাবে নানা ভাষনে কাশীপুর থেকে নৌকা মার্কায় ৭০% ভোট যাবে এমন আশ্বাস থাকলে ও কাউকে আশ্বাস অনুযায়ী কাজ করতে দেখা যায়নি। গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে ভোটার টানতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা। এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৮টি কেন্দ্রে যেখানে শুধু ২-১টি কেন্দ্রে নৌকায় মোটামুটি ভোট দেখা গেলে ও বাকি সবগুলো ছিল রশাতলের মধ্যে।
এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাত্তার তাছাড়া এখানে দায়িত্ব আরো পালন করেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু অপরদিকে চেয়ারম্যান অসুস্থ থাকায় এই ইউনিয়নে দাপটে অবস্থানে ছিলেন, চেয়ারম্যানের পুত্র যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন।
জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কেন্দ্র কমিটি গঠন করেছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমান। যেখানে কেন্দ্র কেন্দ্র সদস দেওয়া হয়েছিলো ১৫০ জন করে কিন্তু এই সব কেন্দ্র কমিটি গঠন করা হলে ও তারা কেউ ঠিকঠাক মতো নির্বাচনী কার্যকালাপে সক্রিয় ছিলেন না। এমনটাই দাবি রয়েছে বহু ভোটারদের তারা বলছে, বিগত দিনের নির্বাচন গুলোতে নেতাকর্মীরা ভোটার ভোটারদের বাড়ি-বাড়ি এসে ডেকে গাড়ি করে ভোট দিতে নিয়ে যেতেন কিন্তু এইবার এমনটা হতে দেখা যায়নি।
যেহেতু বিগত নির্বাচনগুলোতে থেকে এই নির্বাচন নিয়ে ছিল নানা আতঙ্ক কিন্তু কেউ ভোটারদের মনে সাহস তৈরি করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কোন প্রতিনিধি পাঠননি। যাকে ঘিরে কেন্দ্রে ভোটার সংখ্যা অনেকটাই কম বলা চলে। এদিকে নারায়ণগঞ্জ -৪ আসনের এমপি শামীম ওসমান কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদলকে বড় ভাই হিসেবে সমর্থন করে থাকেন।
কিন্তু ভোটের বেলায় এই কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাপোর্ট পেল না শামীম ওসমান। কিন্তু এই শামীম ওসমানের রাজনীতি করেই কাশীপুরের বিভিন্ন নেতাকর্মী জিরো থেকে হিরো ও হয়ে গেছেন। কিন্তু ভোটের সময় তখন তারা কেউ ৩২% এর বেশি দেখাতে সংখ্যমতা রাখেনি। যার কারণে বোঝা যাচ্ছে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সাংগঠনিকভাবে দূর্বল।
কাশীপুর ১ নং ওয়ার্ড
কাশীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কেন্দ্র ৬১ নং কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছে- ২৯৫১ কিন্তু নৌকায় ভোট পরেছে ৫৬৯টি। একই কেন্দ্রে ৬১ নং কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা কেন্দ্রে ভোটার রয়েছে- ২৮৭৯ কিন্তু নৌকায় ভোট পরেছে ৩৬৮টি। এই কেন্দ্রের বেশির ভাগ দায়িত্ব কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সাইফুল্লাহ বাদলের ছেলে যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আল-আমিন, যুবলীগ নেতা নাজমুল হাসানসহ এই ওয়ার্ডের আওয়ামী লীগ নেতারা কিন্তু দিন শেষে এই ওয়ার্ডে ভোটার পুরুষ-মহিলা মিলিয়ে-৫,৮৩০ নৌকায় ভোট পরেছে মোট-৯৩৭টি।
কাশীপুর ২ নং ওয়ার্ড
কাশীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ১০৮ নং কাশীপুর কদম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা কেন্দ্র-১- ভোটার রয়েছে ২৯৮৩ এখানে নৌকায় ভোট পরেছে ৩৮১টি। ১০৮ নং কাশীপুর কদম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা কেন্দ্র-২ ভোটার রয়েছে- ২৯০৭ নৌকায় ভোট পরেছে ২৯০টি। একই সাথে কাশীপুর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়- পুরুষ কেন্দ্র-১ ভোটার রয়েছে ২৪৩৭ নৌকায় ভোট পরেছে ১০১৪টি তারই সাথে কাশীপুর আর্দশ উচ্চ বালিকা বিদ্যালয় পুরুষ কেন্দ্র-২ ভোটার রয়েছে ২৯৩১ নৌকায় ভোট পরেছে ১০১৪টি। এই কেন্দ্রেগুলোর দায়িত্বে ছিলেন, সেই এলাকার আওয়ামী লীগ নেতা আবুল কালাম, ফাতু, সুরুজ মিয়া, সৈয়দ সেলিম, ২নং ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নেতা এমদাদুল হক খোকা, যুবলীগ নেতা জহির দেওয়ান, যুবলীগ নেতা মুন্না,হিরা, ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন কবিরসহ আরো অনেকেই এই ওয়ার্ডে পুরুষ ও মহিলা মিলিয়ে ভোটার ছিল-১১,২৫৮ কিন্তু নৌকায় ভোট পরেছে- ২,৭৫৩টি।
কাশীপুর ৩নং ওয়ার্ড
কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডে মধ্য নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি কেন্দ্রে এই ওয়ার্ডে মোট ভোটার ১৪,৪৫০ জন এই ওয়ার্ডে নৌকায় ভোট পরেছে মোট- ৪৬৬৩টি।
কাশীপুর ৪নং ওয়ার্ড
কাশীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাটখোলা উচ্চ বিদ্যালয় পুরুষ কেন্দ্র-১ ভোটার সংখ্যা- ২৩৪০ জন নৌকায় ভোট পরেছে- ১৫৩৩টি। হাটখোলা উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্র-২ ভোটার সংখ্যা- ২২৩৭ জন নৌকায় ভোট পরেছে -১১৬৬ টি। এই কেন্দ্রের দায়িত্বে ছিলেন, ৪নং ওয়ার্ডের মেম্বার পলাশ, আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মোমেন সিকদার, যুবলীগ নেতা শ্যামল, বাবুসহ আরো অনেকে কিন্তু এই কেন্দ্রে মোটোমুটি সব কেন্দ্র থেকে ভালো রেজাল্ট এসেছে নৌকার পক্ষে। এই ওয়ার্ডে পুরুষ ও মহিলা মিলিয়ে ভোটার সংখ্যা- ৪৫৭৭ জন নৌকায় ভোট পরেছে- ২,৬৯৯টি।
কাশীপুর ৫নং ওয়ার্ড
কাশীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড ওয়ার্ডের ৬৩ নং গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়-পুরুষ কেন্দ্র-১ ভোটার সংখ্যা ৩,৪৫৬ নৌকায় ভোট পেয়েছে- ৭৫৪টি। একই কেন্দ্রে ৬৩নং গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়-মহিলা কেন্দ্র-২ ভোটার সংখ্যা ৩,৫৫৭ নৌকায় পেয়েছে- ৯৪৬টি। এই কেন্দ্রে দায়িত্বে ছিলেন, কাশীপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান হাবিব, কাশীপুর ইউনিয়ন যুবলীগ নেতা আনিসুর রহমান শ্যামল, নাজমুল হাসান সাজনসহ এদিকে এই কেন্দ্র কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সাইফুল্লাহ বাদলের ভোটার কেন্দ্র এ ছাড়া ও এই কেন্দ্রে আরো দায়িত্বে ছিলেন, প্রেসকার বাড়ির আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ এই ওয়ার্ডে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ভোটার-৭,০১৩ নৌকায় ভোট পরেছে ভোট-১,৭০০টি।
কাশীপুর ৬নং ওয়ার্ড
কাশীপুরের ৬নং ওয়ার্ডের দারুচ্ছুন্নাহ কামিল(এম.এ) মাদ্রাসা পুরুষ কেন্দ্র-১ ভোটার সংখ্যা ৩,৭০১- নৌকায় পেয়েছে- ৩১৫টি। দারুচ্ছুন্নাহ কামিল(এম.এ) মাদ্রাসা-মহিলা কেন্দ্র-২ ভোটার সংখ্যা ৩,৭৮১-নৌকায় ভোট পেয়েছেন- ৪৩৭টি। এই কেন্দ্রে বিভিন্ন নিষ্ক্রিয় নেতারা ছিলেন, যারা রাজপথমুখী হিসেবে বেশি একটি পরিচিতি না। এরা হলেন, ৬নং ওয়ার্ড মেম্বার জিসান হায়দান উজ্জ্বল, আওয়ামী লীগ নেতা, হুমায়ন কবির, খোকন, সালাউদ্দিনসহ আরো বেশ নেতাকর্মী কিন্তু দিন শেষে এই কেন্দ্রে ভোট দেখা গেছে শূন্যর কোঠায় এই ওয়ার্ডে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ভোটার রয়েছে- ৭,৪৮২ এর মধ্যে নৌকায় মোট ভোট পরেছে-৭৫২টি।
কাশীপুর ৭ নং ওয়ার্ড
কাশীপুর ইউনিয়নের ৬২ নং ভোলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়-কেন্দ্র-১ মহিলা ভোটার সংখ্যা ২৭০০- নৌকায় ভোট পেরেছে-৪৩৭টি। একই সাথে ৬২ নং ভোলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়-কেন্দ্র-২ মহিলা ভোটার সংখ্যা- ২৬৮২- নৌকায় ভোট পেরেছে -১৯২টি অপর দিকে এক্যাটিভ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল কেন্দ্র-১ পুরুষ ২৭৮৫ - ভোট পরেছে ৪৭৫টি। এক্যাটিভ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল কেন্দ্র-২-পুরুষ ভোটার সংখ্যা ২৭৭৩- নৌকায় ভোট পরেছে - ৬৮০টি। এই কেন্দ্রের দায়িত্বে ছিলেন, কাশীপুর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদ, ৭নং ওয়ার্ডের মেম্বার ও কাশীপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, আওয়ামী লীগ নেতা জুয়েল প্রধান, রাজু প্রধানসহ আরো অনেকেই কিন্তু দিন শেষে এই কেন্দ্রে নেতারা ভালো ফলাফল আনতে ব্যর্থতার প্রমান দিয়েছেন। এই ওয়ার্ডে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ভোটার সংখ্যা- ১০,৯৪০ কিন্তু নৌকায় ভোট পরেছে মোট-১,৭৮৪টি।
কাশীপুর ৮নং ওয়ার্ড
কাশীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড দেওভোগ হাজী উজির আলী কেন্দ্র-১ পুরুষ ভোটার সংখ্যা ২৫৫৩ জন নৌকায় ভোট পরেছে ৩৪৮টি একই সাথে দেওভোগ হাজী উজির আলী কেন্দ্র-২ পুরুষ ভোটার সংখ্যা ২৫৫১ নৌকায় ভোট পরেছে ৩৬১টি। দেওভোগ হাজী উজির আলী কেন্দ্র-৩ মহিলা- ভোটার সংখ্যা ২৫০০ জন নৌকায় ভোট পরেছে ২৩৫টি। ৬৪ নং দেওভোগ বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ মহিলা- ভোটার সংখ্যা ২৪৮৩- নৌকায় ভোট ১৫৩ টি। এই কেন্দ্রের দায়িত্বে ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারন সম্পাদক সাত্তার, চেয়ারম্যানের পি এস ফতুল্লা থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, যুবলীগ নেতা চুন্নু মোল্লাসহ অয়ন ওসমানের দায়িত্ব দেওয়া আরো ছাত্রলীগ ও যুবলীগ নেতারা ছিলেন কিন্তু সব শেষে এই কেন্দ্র গেল রশাতলে। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা-১০,০৮৭ জন কিন্তু নৌকায় ভোট পরেছে-১,০৯৭টি।
কাশীপুর ৯নং ওয়ার্ড
কাশীপুর ইউয়িনের ৯নং ওয়ার্ডে জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদ্রাসা পুরুষ কেন্দ্র-১ পুরুষ ভোটার সংখ্যা-৩৯৪৬ জন নৌকায় ভোট পরেছে-১৩৫৬টি। এস.এ/জেসি


