জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আড়াইহাজার বিএনপির শীতবস্ত্র বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ১০:৫২ পিএম
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন। এ সময় জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, দপ্তর সম্পাদক ওসমান গনি, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


