Logo
Logo
×

রাজনীতি

উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে আলোচনায়

Icon

এম মাহমুদ

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০৮:২২ পিএম

উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে আলোচনায়
Swapno

 

দ্বাদশ সংসদ নির্বাচনের সকল প্রক্রিয়া সমাপ্তি ঘটার পর থেকেই আলোচনায় এখন উপজেলা পরিষদ নির্বাচন। আর এই উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আবারও নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন সরগরম হচ্ছে। কারণ নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রস্তুত হচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে নিজের প্রার্থীতার কথা জানান দিচ্ছে। এর মধ্যে সোনারগাঁ উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নানা মাধ্যমে তাদের সমর্থকদের দ্বারা নিজের প্রার্থীতার কথা জানান দিয়েছেন।

 

সূত্র বলছে, জানুয়ারি মাসের শেষ দিকেই ঘোষিত হতে পারে উপজেলা পরিষদের তফসিল। পাশাপাশি মার্চ মাসেই প্রথম ধাপের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। আর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণার আলোচনার সাথে সাথে প্রার্থীরা তাদের প্রার্থীতার কথা জানান দিচ্ছে। সেই সাথে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাওয়া নেতারাও সামাজিক মাধ্যমে নিজের প্রার্থীতার কথা জানান দিয়ে আলোচিত হচ্ছেন।

 

তবে এবারও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়া। পাশাপাশি সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে বেশ কয়েকবার অংশগ্রহণকারী সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম আবারও উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে সোনারগাঁয়ের তৃণমূলের নেতাদের মতে, মাহফুজুর রহমান কালাম কখনোই দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পাননি।

 

বরাবরই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। কিন্তু আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার মনোনয়ন দৌঁড়ে সর্বত্র এগিয়ে থাকবেন বলে নেতাকর্মীরা প্রত্যাশা করেছেন। অপরদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন সাবেক তুখোড় ছাত্রনেতা সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু। উপজেলা পরিষদ নির্বাচনে এই যুবনেতা প্রথম বারের মতই নৌকার মনোনয়ন প্রত্যাশা করছেন।

 

এছাড়া সোনারগাঁয়ে যুবনেতা হিসেবে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচিত। যার কারণে মনোনয়ন দৌঁড়ে অনেকটাই এগিয়ে থাকতে পারেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় তৃণমূলের নেতৃবৃন্দ। তবে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণার পর নৌকার মনোনয়ন প্রত্যাশীত চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা আরও দীর্ঘ হতে পারে জানিয়েছে তৃণমূলের নেতাকর্মীরা। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন