স্বেচ্ছাসেবক লীগের সভা. মায়ের রোগমুক্তি কামনায় রনি’র উদ্যোগে দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:৫৫ পিএম
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জননেতা গাজী মেসবাউল হোসেন বাচ্চু’র মমতাময়ী মাতার আশুরোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ভিপি জামির হোসেন রনি’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) বাদ আছর ২নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.আর আমিন, মো.জুয়েল খাঁন, আবু বকর সিদ্দিকী বাবু, মো.ইকবাল শেখ, মো.আরমান খালেদ, শেখ শরীফ হাসান সানি, মো.জয়নাল আবেদীন, মো.বসির আম্মেদ, ইথুন ইসলাম, সিহাব আরাফাত, আব্বি আল বাশার, আরিয়ান সাহা, নাসরিন বেগম, মহসিন সিপাহী, স্বর্ণালী, মো.রুবেল, মহিউদ্দিন, মো.জাহিদ হোসেন, মো.রাব্বি, অনাবিল, রতন সিকদার, রুনা বেগম সহ প্রমুখ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ভিপি জামির হোসেন রনি বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জননেতা গাজী মেসবাউল হোসেন বাচ্চু ভাইয়ের মমতাময়ী মা ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে মুম্বাই টাটা মোমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আপনারা সবাই খালাম্মার জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন তাকে সুস্থতা দান করেন। এস.এ/জেসি


