ঢাকায় কালো পতাকা মিছিলে চমক দেখালেন এড.সাখাওয়াত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম
ঢাকায় ঘোষিত কর্মসূচি দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধগতির প্রতিবাদ এবং 'অবৈধ' সংসদ বাতিলসহ এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী চমক দেখানো শোডাউন করে অংশগ্রহণ করেন।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কালো পতাকা মিছিলের আয়োজন করা হয়। দুপুর দুইটার দিকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কালো পতাকা হাতে নিয়ে ফেস্টুন-ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই ও সংসদ বাতিল এবং সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করেন।
এ দিকে বিএনপির কেন্দ্র ঘোষিত কালো পতাকা মিছিলকে সফল করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন থানা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনের আশপাশের এলাকায় এসে জড়ো হতে থাকে। পরবর্তীতে মিছিল নিয়ে শ্লোগানে শ্লোগানে রাজপথ কম্পিত করে জাতীয়তাবাদী দল বিএনপির মূল মিছিলে যোগ দেন।
এ সময় এড. সাখাওয়াতের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য এড. মুজিবর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ,
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা, সদস্য সচিব মমিনুর ইসলাম বাবু, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস.এম আসলাম, নাজমুল হক, লিংকন খান, শাহাদুল্লাহ মুকুল, মহানগর ছাত্রদলের সভাপতি সাগর ও সাধারন সম্পাদক রাহিদসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের আরো নেতৃবৃন্দ প্রমুখ।


