আইভী প্রশ্নে শামীম ওসমানের মাঝে ইতিবাচক পরিবর্তন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:১৫ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে শহর থেকে যানজট নিরসনে সর্বাত্বক সহযোগীতা করতে প্রস্তুত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সম্প্রতি তিনি বিভিন্ন ফোরামে এবং কাছের লোকদের সাথে আলাপচারিতায় এমন মন্তব্য করছেন বলে সূত্র মতে জানা গেছে।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শামীম ওসমান এবার বেশ আন্তরিকভাবেই চাইছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রকে সহযোগীতা করতে। কারণ তার নির্বাচনী এলাকার একটি অংশ হলো সিদ্ধিরগঞ্জ থানা এলাকা তেমনি ফতুল্লা থানা এলাকার জনগনও নারায়ণগঞ্জ শহরের উপর নির্ভরশীল। তাই একটি সুন্দর নগরী গড়ে উঠুক এটা চান শামীম ওসমান। আর এটার জন্য আইভী চাইলে যা করার প্রয়োজন তাই করবেন বলে তিনি সম্প্রতি জোর দিয়ে বলছেন।
শুধু তাই নয়, শামীম ওসমান চান কেবল নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক নয় বরং গোটা শহরকেই অবৈধ দখলমুক্ত করা হোক। এছাড়া নারায়ণগঞ্জ শহরের ওভারওয়ে নির্মাণ এবং রেল লাইনের পাশ দিয়ে চাষাড়া থেকে ২নং রেল গেইট পর্যন্ত সড়ক নির্মাণেও মেয়র আইভীকে সহায়তা করতে চান শামীম ওসমান। এবং এটা তিনি এখন বেশ আন্তরিকভাবেই চান বলে মনে করছেন শামীম ওসমানের ঘনিষ্ঠ অনেকে।
এদিকে সূত্র আরো জানিয়েছে, সর্বশেষ মেয়র আইভী আবারও শামীম ওসমানকে আক্রমন করে বক্তব্য রেখেছেন। পত্রপত্রিকা গুলিতে ফলাও করে মেয়রের এই আক্রমনাত্মক বক্তব্য প্রচারও হয়েছে। কিন্তু তারপরেও শামীম ওসমান আইভীকে আক্রমন করে কাউন্টার কোনো বক্তব্য রাখেননি। যার ফলে শামীম ওসমানযে অনেকটাই বদলে গেছেন সেটা এখন বুঝা যাচ্ছে।
যদিও আইভী পন্থী অনেকে মনে করেন, শামীম ওসমানের এই পরিবর্তন কতোটুকু স্থায়ী বা আসল সেটা বুঝার এখনো সময় আসেনি। আরো কিছুদিন দেখতে হবে তিনি কি আইভীর সাথে মিলেমিশে আন্তরিকভাবে কাজ করতে চান কিনা? তবে সদস্য সমাপ্ত নির্বাচনের আগে এবং পরে সংসদ সদস্য শামীম ওসমান যেকোনো মূল্যে মেয়র আইভীর সাথে মিলেমিশে কাজ করতে চান বলে পরিষ্কার ধারণা পাওয়া গেছে।
যদিও শামীম ওসমান আর আইভীর দুইজনেরই পাশে থাকা কিছু লোক চান না তারা একতাবদ্ধ হয়ে জনস্বার্থে কাজ করুন। তাই তারা দুইজনেরই কান ভারী করে চলেছেন। তবে এই মুহুর্তে শামীম ওসমান কারো কথা কানে তুলছেন না বলেই ধারণা পাওয়া গেছে। তবে শামীম ওসমানের এই মনোভাব কতোদিন বজায় থাকে সেটাই এখন দেখার বিষয়। এস.এ/জেসি


