জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে : এড. সাখাওয়াত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গতকাল ২৭ শে জানুয়ারী ঢাকার নয়াপল্টনে ৭ জানুয়ারী নির্বাচন বাতিলের দাবিতে আয়োজিত কালো পতাকা মিছিলে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান তার বক্তব্যে বলেন, আপনারা জানেন শেখ হাসিনা এই দেশকে একটি স্বৈরতান্ত্রিক রাষ্টে পরিণত করেছে।
বিশ্বের ইতিহাসে গত ৭ তারিখ যে নির্বাচন সেই নির্বাচনের অবৈধ সংসদ বাতিলের জন্য বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে আজকের এই পতাকা মিছিল, এক স্বৈরতান্ত্রিক রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা। এই অবস্থা থেকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য । এই কালো পতাকা মিছিল শান্তিপূর্ণ মিছিল।
এই মিছিলের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আজকে এই সরকারকে অনাস্থা জ্ঞাপন করেছে । অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ করতে হবে এবং এই অবৈধ সংসদ ভেঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।


