Logo
Logo
×

রাজনীতি

আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে হাতকে শক্তিশালী করতে চাই : নান্নু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:৪০ পিএম

আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে হাতকে শক্তিশালী করতে চাই : নান্নু
Swapno


সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, 'কায়সার ভাইকে আপনারা বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ ১০ বছর আমরা মোগরাপাড়া ইউনিয়নের মানুষ অবহেলীত ছিলাম এবং উন্নয়ন ও সম্মান থেকে বঞ্চিত ছিলাম।

 

 

আগামী ৫ বছরে আব্দুল্লাহ আল কায়সার ভাইয়ের নেতৃত্বে স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রীজ ও কালভার্টের উন্নয়ন সহ যে সকল অসমাপ্ত কাজ রয়েছে তা আমরা সমাপ্ত করবো। আমরা যেভাবে নৌকায় ভোট দিয়ে কায়সার ভাইকে জয়ী করেছি ঠিক তদ্রুপ সোনারগাঁকে নৌকার শক্ত ঘাটিতে পরিণত করবো।

 

 

আগামী দিনে সোনারগাঁ উপজেলায় কায়সার ভাইয়ের হাতকে শক্তিশালী করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের হাতকে আরো শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করছি'। সোনারগাঁ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারকে মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এক বক্তব্যে রফিকুল ইসলাম নান্নু এসব কথা বলেন।

 

 

মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তাছাড়া এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন