মাদকের বিরুদ্ধে শামীম ওসমানের সিদ্ধান্তে আমরা একমত : শফিক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:৫০ পিএম
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে এমপি শামীম ওসমানের ডাকা মাদক, সন্ত্রাস, ভুমিদস্যু, চাদাঁবাজ, ইভটিজিংয়ের বিরুদ্ধে মতবিনিময় সভায় যোগদান করেন। ২৭ জানুয়ারি শনিবার বিকেলে ফতুল্লা ইসদাইর ওসমানি পৌর স্টোডিয়ামের সভায় কয়েক হাজার নেতা কর্মী নিয়ে যোগদান করেন।
এ সময় সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিক জানান, মাদকের কারণে যুব সমাজ বিপদগামী হচ্ছে। এমপি শামীম ওসমান মাদকের বিরুদ্ধে মাঠে নামার যে ঘোষনা দিয়েছেন আমরা তার সাথে একমত রয়েছি। এছাড়া তিনি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। তার নেতৃত্বে আমরা সিদ্ধিরগঞ্জ তথা নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করবো। সিদ্ধিরগঞ্জে কোন মাদক থাকবে না। এছাড়া সিদ্ধিরগঞ্জে কোন ধরনের অপরাধী থাকবে না।
আমরা শামীম ওসমানের কর্মী হিসেবে মাদেকর বিরুদ্ধে মাঠে থেকে ভুমিকা পালন করে যাবো। এ সময় সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এস.এ/জেসি


