এমপি কায়সারের পাশে থেকে সোনারগাঁয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই:নান্নু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৭:৪৮ পিএম
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, 'গত ৭ জানুয়ারি আমরা বিপুল ভোটে আব্দুল্লাহ আল কায়সার ভাইকে নির্বাচিত করতে পেরেছি, সেজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আমরা এমপি মহোদয়ের পাশে থেকে সমগ্র সোনারগাঁয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই।
সোনারগাঁয়ে অনেক মিল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে কিন্তু তারা আমাদের সোনারগাঁয়ের জনসাধারণকে চাকুরি দেয় না। আমাদের সোনারগাঁয়ের মানুষ এই মিল কারখানাগুলোতে চাকুরি করে যাতে জীবিকা নির্বাহ করতে পারে সেজন্য প্রতিটি মিল ইন্ডাস্ট্রির মালিকপক্ষের সাথে কথা বলে সেই ব্যবস্থা করতে এমপি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি’।
সোনারগাঁ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারকে সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে সোমবার দুপুরে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির এক বক্তব্যে রফিকুল ইসলাম নান্নু এসব কথা বলেন। এন. হুসেইন রনী /জেসি


